প্রিয় বিসিএস ভাইভা পরীক্ষার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৫তম বিসিএস ভাইভার সাক্ষাৎকারপত্র ডাউনলোড ও নির্দেশিকা প্রকাশ করেছে পিএসসি। আপনারা জানেন, ৪৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার (Viva Voce) দিনক্ষণ ইতোমধ্যেই ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)। এই ভাইভা বোর্ডে উপস্থিত হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো সাক্ষাৎকারপত্র।

সাক্ষাৎকারপত্রের গুরুত্ব:

  • ভাইভা বোর্ডে প্রবেশের জন্য এটি বাধ্যতামূলক।
  • প্রার্থীর পরিচয়, রোল নম্বর, পরীক্ষার তারিখ ও সময় এই পত্রে উল্লেখ থাকে।
  • মৌখিক পরীক্ষায় অনুপস্থিতি বা সাক্ষাৎকারপত্র উপস্থাপন না করলে প্রার্থী বাতিল হতে পারে।
  • এটি সরকারের একটি অফিসিয়াল ডকুমেন্ট, যা সাথে আনতে না পারলে অংশগ্রহণ অসম্ভব।

কীভাবে ৪৫তম বিসিএস সাক্ষাৎকারপত্র ডাউনলোড করবেন?

১. প্রথমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (PSC) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন – www.bpsc.gov.bd
২. নোটিশ বোর্ড বা BCS Exam সেকশনে গিয়ে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র শিরোনামের বিজ্ঞপ্তিটি খুঁজুন।
৩. সেখানে দেয়া লিংকে ক্লিক করে Interview Card ডাউনলোড করুন।
৪. এটি প্রিন্ট করে ভাইভার দিন সাথে নিয়ে যান।

৪৫তম বিসিএস সাক্ষাৎকারপত্র ডাউনলোড করুন

ভাইভার সময় যা যা সাথে আনতে হবে

  • প্রিন্টকৃত সাক্ষাৎকারপত্র
  • প্রিলি ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র
  • মূল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্র (মূল ও ফটোকপি)
  • জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের কপি
  • আবেদনপত্রের কপি (যদি থাকে)

অতিরিক্ত নির্দেশনা

  • ভাইভার সময় নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে উপস্থিত হোন।
  • নির্ধারিত ড্রেসকোড অনুসরণ করুন এবং নিজেকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করুন।
  • বিজ্ঞপ্তিতে দেওয়া সকল নির্দেশনা সতর্কভাবে পড়ুন।

এই পত্র ছাড়া ভাইভা বোর্ডে অংশগ্রহণ সম্ভব নয়। তাই নির্ধারিত সময়ের আগেই এটি সংগ্রহ করে প্রয়োজনীয় প্রস্তুতি নিন।

Install Live Written App