বাংলাদেশের চাকরির লিখিত প্রস্তুতির প্রথম অ্যাাপ
বাংলাদেশে চাকুরি পাওয়ার ক্ষেত্রে একটি বড় ধাপ হলো লিখিত পরীক্ষায় উত্তীর্ন হওয়া। যেকোনো প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অনেক শিক্ষার্থীদের বড় বাধা হয়ে দাড়ায় এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। কারণ বাংলাদেশে প্রিলির মতো লিখিত পরীক্ষায় নিজেকে যাচাই করার কোনো ভালো মাধ্যম শিক্ষার্থীরা পান না।
কিছু কোচিং সেন্টার লিখিত পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ভর্তি করে পরীক্ষা নেয় তবে তা দেখার মতো কেউ থাকে না। বেশিরভাগ সময়ই পরীক্ষার পর উত্তরপত্র মার্কস কম বা বেশি কেনো হলো তা জানার আর সুযোগ থাকে না। আর দেখতে গেলেও বিষয়টি বাস্তবিক হয়ে উঠে না।
লিখিত পরীক্ষায় একজন শিক্ষার্থীর কোথায় ভুল করছেন বা কোথায় ভালো করছেন তা ধরিয়ে দেয়ার মতো কেউ থাকে না। কিভাবে লিখলে মূল পরীক্ষায় ভালো করা যাবে তাও বুঝতে পারেন না। অনেক শিক্ষার্থী বারবার প্রিলি পাশ করার পরও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না শুধুমাত্র ভালো সুপারভিশনের কারনে।
Live Written™ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে লিখিত পরীক্ষায় কিভাবে ভালো করা যায় এইজন্য নতুন এই প্ল্যাটফর্ম নিয়ে এসেছে, যেনো একজন শিক্ষার্থী ঘরে বসেই খুব ভালোভাবে নিজের ভুলগুলো শুধরে লিখিত পরীক্ষায় ধাপ উত্তীর্ণ হতে পারেন। এইজন্য আমরা প্রথম থেকেই লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য Peer-to-Peer (P2P) Review System এবং অভিজ্ঞ বিসিএস ক্যাডার শিক্ষক ও এক্সপার্টদের সমন্বয়ে এক্সপার্ট প্যানেল তৈরি করেছি।
Live Written™ ব্যবহার করে, আপনিঃ
- চূড়ান্ত পরীক্ষার মত একটি নির্দিষ্ট সময়ে হাজারো পরীক্ষার্থীর সাথে পরীক্ষায়/মডেল টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
- একই ‘মডেল টেস্টে’ সকল প্রতিযোগির সাপেক্ষে আপনার প্রস্তুতি এবং অবস্থান সম্পর্কে জানতে পারবেন।
- Peer-to-Peer (P2P) এবং অভিজ্ঞ শিক্ষক ও Expert-দের দ্বারা উত্তরপত্র মূল্যায়নের সুযোগ পাবেন।
- আপনি যে কোন সময় পুরনো প্রশ্নপত্র নমুনা উত্তরসহ দেখতে ও পড়তে পারবেন এবং পরীক্ষা দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করাতে পারবেন।
- এবং প্রতিযোগিতায় থেকে মূল পরীক্ষার জন্য ধাপে ধাপে নিজের উন্নতি করে যথাযথ প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।
Live Written™ এর অন্যতম বৈশিষ্ট্যসমূহঃ
- প্রকৃত প্রতিযোগিদের সাথে একই সময়ে Live মডেল টেস্ট।
- পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত (Ad Free)
- চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত নিয়মিত মডেল টেস্ট।
- সহজে ব্যবহার উপযোগী অ্যাপ এবং ওয়েবসাইট।