প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার্ড কুমিল্লার সহকারী পরিচালক পদের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লার আওতায় “সহকারী পরিচালক” পদে নিয়োগের উদ্দেশ্যে আয়োজিত ৫ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত MCQ পরীক্ষায় মোট ২৯০ জন উত্তীর্ণ হয়েছেন। প্রকাশিত ফলাফলে শুধুমাত্র রোল নম্বরভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার সময়সূচি ও স্থান সংক্রান্ত তথ্য বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট এবং Live Written সাইটে জানিয়ে দেওয়া হবে।

বার্ড কুমিল্লার সহকারী পরিচালক পদের MCQ পরীক্ষার ফলাফল দেখুন

bard-cumilla-assistant-director-mcq-result-2025
Install Live Written App