প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন MCQ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে জানানো যাচ্ছে যে, BCIC-এর অধীনস্থ বাফার গুদাম প্রকল্পে ৯ম ও ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত MCQ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, মোট ১৫৮১ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। উক্ত পদের প্রাথমিক বাছাই (MCQ) পরীক্ষাটি গত ২৭ জুন, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিলো।

বাছাই (MCQ) পরীক্ষা সংক্রান্ত তথ্য-

  • পদসংখ্যা: মোট ১০২টি (৬টি ক্যাটাগরিতে)
  • উত্তীর্ণ প্রার্থী: মোট ১৫৮১ জন

পদভিত্তিক উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা:

  • সহকারী ব্যবস্থাপক: ১৯০ জন
  • হিসাব কর্মকর্তা: ১৫৭ জন
  • সহকারী ব্যবস্থাপক (বানিজ্যিক): ১৮৪ জন
  • সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ৩৪৪ জন
  • সহকারী হিসাব কর্মকর্তা: ৩৫৯ জন
  • সহকারী বানিজ্যিক কর্মকর্তা: ৩৪৭ জন

লিখিত পরীক্ষার সময়সূচি ও পরবর্তী নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন MCQ পরীক্ষার ফলাফল দেখুন

Install Live Written App