প্রিয় চিকিৎসক বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন যে গত ১৮ জুলাই, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য ক্যাডার পরীক্ষা। এবার স্বাস্থ্য খাতে MBBS ক্যাটাগরিতে ২৭০০ জন ও BDS ক্যাটাগরিতে ৩০০ জন মোট ৩০০০ চিকিৎসক নিয়োগের লক্ষ্যে এই পরীক্ষা নেওয়া হয়েছে। অংশগ্রহণ করেছেন প্রায় ৪১ হাজারের বেশি প্রার্থী।

এই পোস্টে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য মূল পরীক্ষার প্রশ্নপত্র, যা দুই ভাগে ভাগ করা হয়েছে— মেডিকেল পার্ট ও ডেন্টাল পার্ট। এছাড়াও, যারা Live MCQ অ্যাপ ব্যবহার করছেন, তারা আজ ১৯ জুলাইয়ের মধ্যে অ্যাপে প্রবেশ করে “বিসিএস জব সল্যুশন (১০ম–৪৬তম)” সেকশনে গিয়ে ৪৮তম বিসিএস স্বাস্থ্য প্রশ্নভিত্তিক একটি লাইভ মডেল টেস্ট দিতে পারবেন। রাত ১২টার আগ পর্যন্ত এক্সেস থাকবে, আর পরে আর্কাইভ থেকেও পরীক্ষাটি পুনরায় দেওয়া যাবে।

৪৮তম বিসিএস স্বাস্থ্য প্রশ্ন (মেডিকেল পার্ট) – ২০২৫

৪৮তম বিসিএস স্বাস্থ্য প্রশ্ন (ডেন্টাল পার্ট) – ২০২৫

সাজেশন:
যারা পরীক্ষাটি দিয়ে ফেলেছেন, তারা প্রশ্ন বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি পর্যালোচনা করুন।
যারা এখনো প্রস্তুতি নিচ্ছেন বা ভবিষ্যতে পরীক্ষা দিবেন, তাদের জন্য এটি একটি কার্যকর রিসোর্স হবে।