Freehand Writing — লিখিত পরীক্ষায় গুছিয়ে লেখার দক্ষতা গড়ে তুলুন
বিসিএস লিখিত প্রস্তুতি নিচ্ছেন তাসনুভা জামান (ছদ্মনাম)। পড়াশোনা এগোচ্ছে ঠিকঠাক। তবে Freehand Writing অংশে পড়ছেন বিপাকে। জানা প্রশ্নের উত্তরও গুছিয়ে লেখাটাই তার কাছে লিখিত পরীক্ষার প্রস্তুতি ধাপে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হচ্ছে। ফলাফল হলো— পরপর দুইবার বিসিএস প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও গুছিয়ে লেখার অভ্যাস না থাকায় দু’বারই লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন। একদিন তিনি Live Written টিমের ইনবক্সে লিখলেন—
❝প্রশ্নের উত্তর জানি, কিন্তু গুছিয়ে লিখতে পারি না। লেখা শুরু করার কিছুক্ষণের মধ্যেই পয়েন্টগুলো এলোমেলো হয়ে যায়। আবার মনে করতে গেলেও সময় নষ্ট হয়…❞
তাসনুভার মতো অনেক পরীক্ষার্থীই আমাদেরকে প্রায়ই Freehand Writing নিয়ে এমন চ্যালেঞ্জের কথা জানান। বিষয়টি আমলে নিয়ে Live Written অ্যাপ এর মাধ্যমে আপনাদের লিখিত পরীক্ষার প্রস্তুতিকে শাণিত করতে আমরা নতুনভাবে উদ্যোগী হয়েছি। তারই ধারাবাহিকতায় চলুন এই ব্লগে জেনে নিই, Freehand Writing অংশে ভালো করা উপায়।
Freehand Writing নিয়ে ইউজারদের মতামত
সম্প্রতি আমরা একটি পোলের মাধ্যমে জানতে চেয়েছিলাম – 👉 “Freehand Writing-এ আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?”
- আইডিয়া ভুলে যাওয়া ও গুছিয়ে লিখতে না পারা — ৬৪%
- লেখার গতি কম — ১৭%
- ব্যাকরণ/শব্দচয়ন ভুল — ১৬%
- হাতের লেখা — ৩%
➡️ এই ফলাফল দেখিয়েছে যে বেশিরভাগ পরীক্ষার্থী জানেন কি লিখবেন, কিন্তু জানেন না কীভাবে গুছিয়ে উপস্থাপন করবেন।
আইডিয়া ভুলে যাওয়া ও গুছিয়ে লেখার কৌশল না পারার কারণ ও সমাধান
সমস্যা ১. পরিকল্পনা ছাড়া লেখায় শুরু করা
- লেখা শুরুর আগে মূল পয়েন্টগুলো outline করে নিন।
- ১–২ মিনিটের Brainstorming আপনাকে পুরো লেখায় গাইড করবে এবং সময়ের অপচয় কমাবে।
- এবার ধারাবাহিকভাবে পয়েন্টগুলো সংক্ষেপে ব্যাখ্যা করে পূর্ণাঙ্গ একটি উত্তর লিখুন।
সমস্যা ২. কাঠামো মেনে না লেখা
প্রতিটি উত্তরকে এই কাঠামোয় সাজান – Introduction → Explanation → Example/Comparison → Conclusion
- Introduction অংশে তথ্যবহুল ও আকর্ষণীয়ভাবে শুরু করুন।
- Conclusion অংশে মতামত বা সংক্ষিপ্ত বিশ্লেষণ দিন।
- প্রশ্নের ধরণ বুঝে মতামত, নিরপেক্ষ মন্তব্য অথবা একটি পাল্টা প্রশ্নও দিতে পারেন।
- Live Written-এর স্টাডি-ম্যাটেরিয়াল ও ক্যাডারদের গাইডলাইনে এই বিষয়ে আরও কার্যকর টিপস পাবেন।
সমস্যা ৩. বেশি সময় MCQ প্র্যাকটিসে ব্যয় করা
- MCQ প্র্যাকটিসের পাশাপাশি প্রতিদিন অন্তত ৪০–৫০ মিনিট Freehand Writing চর্চা করুন।
- Live Written অ্যাপ-এর টাইম-বাউন্ড পরীক্ষায় অংশ নিন।
অন্যান্য চ্যালেঞ্জের সমাধান
অতি সাধারণ লেখার স্টাইল
- চাকরির লিখিত পরীক্ষায় আইডিয়া ও লজিক সুন্দরভাবে উপস্থাপন করা বড় শক্তি।
- নিয়মিত পত্রিকার নির্বাচিত কলাম পড়ুন ও অনুবাদ করুন।
- ভালো লেখক ও পারফর্মারদের উত্তরপত্র অনুসরণ করুন।
- Live Written অ্যাপে নিয়মিত লিখিত পরীক্ষা দিন।
লেখার গতি কম
- ১৫ মিনিটের টাইম-বাউন্ড রাইটিং প্র্যাকটিস করুন।
- সময় ব্যবস্থাপনা ও আত্মবিশ্বাস দুটোই বাড়বে।
ব্যাকরণ/শব্দচয়ন ভুল
- ছোট বাক্যে লেখার অভ্যাস করুন।
- Vocabulary List তৈরি করুন।
- ইংরেজিতে লিখলে transition words (However, Therefore, Moreover) ব্যবহার করুন।
অস্পষ্ট হাতের লেখা
- সুন্দর handwriting নয়, স্পষ্ট ও পড়নসই লেখা গুরুত্বপূর্ণ।
- প্রতিদিন অন্তত ২ পৃষ্ঠা পরিষ্কারভাবে লিখে অনুশীলন করুন।
Live Written অ্যাপে Freehand Writing চর্চা করুন
Live Written অ্যাপ Freehand Writing চর্চার জন্য অত্যন্ত কার্যকরী প্ল্যাটফর্ম। কারণ এখানে পাচ্ছেন—
- টাইম-বাউন্ড পরীক্ষা
- বিষয়ভিত্তিক রুটিন
- বিশেষজ্ঞ ক্যাডারদের গাইডলাইন
- স্টাডি-ম্যাটেরিয়াল ও মডেল উত্তর
- নিজের লেখা রিভিউ করার সুযোগ
অর্থাৎ যারা জানেন কি লিখবেন কিন্তু জানেন না কীভাবে লিখবেন — তাদের জন্যই Live Written অ্যাপ হলো পারফেক্ট সল্যুশন।
এখনই নতুন উদ্যমে লিখিত প্রস্তুতি শুরু করুন!
Live Written — Since 2022 📲 ঘরে বসে লিখিত প্রস্তুতির জন্য বাংলাদেশের প্রথম অ্যাপ।

Leave A Comment