প্রিয় চাকরি প্রত্যাশীগণ, ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার গাইডলাইন ও সাজেশন সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ৪৫তম বিসিএস ভাইভার তারিখ নির্ধারণ করেছে ৬ জুলাই ২০২৫। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এখন প্রস্তুতি নিচ্ছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মৌখিক পরীক্ষার জন্য। মৌখিক পরীক্ষা প্রস্তুতির শেষ সময় এখনই!
আপনারা জানেন, বিসিএস ভাইভা পরীক্ষায় সর্বোচ্চ ২০০ নম্বর থাকে, যেখানে ন্যূনতম ১০০ নম্বর পাস মার্ক। তবে এখানেই শুধু টিকে থাকাই নয়, ভালো স্কোর করে কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়ার সম্ভাবনা অনেকাংশে নির্ভর করে এই ভাইভার পারফরম্যান্সের ওপর। এই ধাপ সফলভাবে অতিক্রম করতে প্রয়োজন আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতি। আজকের ব্লগে ভাইভা প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন এবং সাজেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করছি এটি আপনাদের প্রস্তুতিতে বিশেষ ভূমিকা রাখবে।
ভাইভা প্রস্তুতির ৫টি প্রধান দিক
- নিজ পরিচয় ও ব্যক্তিগত প্রেক্ষাপট: নিজের নামের অর্থ, জেলার ইতিহাস, পরিবার, ভবিষ্যৎ লক্ষ্য ও ক্যাডার পছন্দের কারণ—এসব প্রশ্নের জন্য গোছানো ও সংক্ষিপ্ত উত্তর প্রস্তুত রাখুন।
- সাম্প্রতিক ঘটনা ও ব্রেকিং নিউজ: জাতীয় ও আন্তর্জাতিক আলোচিত ঘটনা, রাষ্ট্রীয় সফর, বা সাম্প্রতিক মৃত্যু/জন্ম সংবাদ — ভাইভা বোর্ড এসব বিষয়ে জানতে চাইতে পারে।ক্যাডার ভিত্তিক প্রস্তুতি: প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র বা অন্য যেকোনো ক্যাডার—প্রথম তিনটি চয়েস সম্পর্কিত দায়িত্ব, কাঠামো ও সাম্প্রতিক ভূমিকা ভালোভাবে জানুন।
- একাডেমিক প্রশ্ন: নিজের বিষয় ভিত্তিক মৌলিক ধারণা, থিওরি এবং বিষয়টির সাথে সংশ্লিষ্ট ক্যাডারের দায়িত্বের সম্পর্ক কী—তা বুঝে উত্তর দিতে পারার প্রস্তুতি নিন।
- আচরণ ও ড্রেস কোড: পরিপাটি পোশাক, বিনয়ী আচরণ, আত্মবিশ্বাসী চোখের যোগাযোগ (eye contact) এবং প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার অভ্যাস গড়ে তুলুন।
গাইডলাইন ও সাজেশন PDF এর একাংশ
ভাইভা প্রশ্নের ধরনে পরিবর্তন এসেছে?
৪৩তম বিসিএস থেকে বোর্ডে কেবল তথ্য নয়, বরং উপস্থিত বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা, দেশপ্রেম ও ব্যক্তিত্ব যাচাইয়ের প্রবণতা বেড়েছে। তাই মুখস্থবিদ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুক্তি ও প্রেজেন্স অফ মাইন্ড।
ভাইভায় যে ভুলগুলো এড়িয়ে চলবেন
- অনুমতি ছাড়া বসা যাবে না।
- ভুল তথ্য দিয়ে তর্ক করবেন না।
- অপ্রাসঙ্গিক কথা জুড়ে দেবেন না।
- তোতলামি/জড়তা থাকলে আগে থেকে অনুশীলন করুন।
- “Sorry, I don’t know” বলার মানসিকতা গড়ে তুলুন।
বিস্তারিত সাজেশন পেতে-
এই ব্লগে আমরা শুধু সারসংক্ষেপ দিয়েছি। তবে ভাইভার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এ সংক্রান্ত গাইড, সাজেশন, ক্যাডারভিত্তিক তথ্য, PSC বোর্ড সদস্যদের ধরন ও প্রশ্নপ্যাটার্ন জেনে নেওয়া খুবই জরুরী। সম্পূর্ণ গাইডলাইন পেতে এখনই ডাউনলোড করুন Live Written অ্যাপ। এছাড়া সাজেশন পিডিএফটি ডাউনলোড করতে নিচে দেয়া ছবিতে ক্লিক করুন। কিংবা ছবিতে দেয়া নির্দেশনা অনুসারে অ্যাপ থেকে ডাউনলোড করে নিন।
Leave A Comment