প্রিয় বার কাউন্সিল প্রার্থী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি ও নির্দেশনা প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক ১৫ মে ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে:
- তারিখ: ২৮ জুন ২০২৫ (শনিবার)
- সময়: সকাল ৯টা – দুপুর ১টা (৪ ঘণ্টাব্যাপী)
কর্তব্যপূর্ণ নির্দেশনামূলক তথ্য
প্রবেশপত্র ডাউনলোড:
সংশ্লিষ্ট প্রার্থীদের নতুন করে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট আনা বাধ্যতামূলক।
পরীক্ষার আগের প্রস্তুতি:
- অফিসিয়াল Admit Card, National ID/Passport অবশ্যই সঙ্গে রাখুন।
- পরীক্ষার আগে ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।
নিষিদ্ধ দ্রব্যাদি:
- মুঠোফোন, স্মার্টওয়াচ, গেমিং ডিভাইস, নোটপ্যাড, বাইরের নোটনুস্ের সহ পরীক্ষা শুরু হওয়ার আগে সব নিষিদ্ধ দ্রব্য (Prohibited Items) জমা দিতে হবে।
আইডেন্টিফিকেশন ও ভেরিফিকেশন:
- প্রবেশপত্রে দেওয়া ছবিটি সঠিক কিনা তা নিশ্চিত করুন।
- পরীক্ষার সময়আইডি ও প্রবেশপত্র মিলিয়ে দেখার জন্য ভেরিফিকেশনের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট প্রিন্সিপাল/কমিশনার।
ব্রেক সংক্রান্ত:
নির্মিত শিথিলতার বিবেচনায় মাঝে ১৫–২০ মিনিট ব্রেক দেয়া হতে পারে, কিন্তু এই সময় লিখনথাকুন সঠিকভাবে ব্যবহারের জন্য সতর্ক থাকুন।
বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি ও নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

Leave A Comment