প্রিয় বিসিএস পরীক্ষার্থী, ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার জন্য BPSC Form-3 পূরণের নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের এই ফরম অনলাইনে বাংলায় পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে সাবমিট করতে হবে এবং দুই কপি প্রিন্ট করে মৌখিক বোর্ডে জমা দিতে হবে।
এই ফরম পূরণের প্রতিটি ধাপ অনলাইনে করতে হবে এবং বাংলা ইউনিকোড ব্যবহারের জন্য উপযুক্ত ব্রাউজার ও কীবোর্ড নিশ্চিত রাখতে হবে।
৪৫তম বিসিএস BPSC Form-3 পূরণ নির্দেশিকা (সংক্ষেপে)
১. লগইন করুন: ৪৫তম বিসিএস পরীক্ষার User ID ও Password দিয়ে অনলাইনে লগইন করুন।
২. ব্রাউজার ও সাপোর্ট: Flash Player এবং Unicode Updated Browser ব্যবহার করলে ফরম সঠিকভাবে দেখা ও পূরণ করা যাবে।
৩. বাংলা টাইপ: ফরমে বাংলা লেখার জন্য বাংলা ইউনিকোড কীবোর্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
৪. ক্যাটাগরি সিলেক্ট করুন: Freedom Fighter/মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা/Non Freedom Fighter স্ট্যাটাস অনুযায়ী সঠিক অপশন নির্বাচন করুন।
৫. ফরম সাবমিট: ফরমের সব তথ্য সঠিকভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করুন। চাইলে পরে আবার লগইন করে Edit করা যাবে।
BPSC Form-3 পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

অতিরিক্ত পরামর্শ:
- ফরম পূরণের সময় ব্রাউজার ও ফন্ট সমস্যা যেন না হয়, সেজন্য ডেস্কটপ বা ভালো মানের ব্রাউজার ব্যবহার করুন।
- User ID ও Password ভুলে গেলে আগে তা রিকভার করুন।
- ফরম Edit করা সম্ভব, কিন্তু সাবমিটের আগে যতটা সম্ভব সতর্ক থাকুন।
Leave A Comment