প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৩তম বিসিএস থেকে প্রাইমারি প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১১১ জনের তালিকা প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদসংখ্যা সীমাবদ্ধতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১১১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদেরকে নন-ক্যাডার ২য় শ্রেণির “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন)” পদে বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১২তম গ্রেডে (টাকা ১১,৩০০–২৭,৩০০/-) অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে। এছাড়া, পিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে যে নিয়োগপ্রাপ্তদের যাচাই-বাছাই ও স্বাস্থ্য পরীক্ষার পর চূড়ান্ত নিয়োগাদেশ প্রদান করা হবে।
Leave A Comment