প্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (PSC) অধীনে আয়োজিত ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল অবশেষে প্রকাশিত হয়েছে। ১৮ জুন ২০২৫ তারিখে কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত লিখিত পরীক্ষায় মোট ৬,৫৫৮ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে জেনারেল ক্যাডারে ৩৯১২, উভয় (Both) ক্যাডারে ১৯৩২, টেকনিক্যাল ক্যাডারে ৭১৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এই ফলাফল বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) বিধিমালা ২০১৪ অনুযায়ী প্রকাশ করা হয়েছে, এবং পরবর্তী ধাপে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য আহ্বান জানানো হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয় যে, ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

ফলাফল দেখুন: ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল (রেজিস্ট্রেশন নম্বরসহ)

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল 45th BCS Written Exam Result

প্রাসঙ্গিক পূর্বের তথ্য:

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৯ মে ২০২৩ তারিখে। সেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ২,৬৮,১১৯ জন প্রার্থী। এর মধ্যে ১২,৭৮৯ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছিলেন।

উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য পিএসসি’র অফিসিয়াল নোটিশ থেকে জানতে বলা হয়েছে। আপডেট জানতে নিয়মিতভাবে পিএসসি ওয়েবসাইট এবং Live Written অ্যাপে চোখ রাখুন।

Install Live Written App