প্রিয় বিসিএস প্রার্থীরা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ৪৮তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ভাইভা পরীক্ষার্থীদের জন্য BPSC Form-3 পূরণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তির মূল পয়েন্টগুলো হলো:

  • ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের বাংলায় পূরণকৃত BPSC Form-3 অনলাইনে সাবমিট করে ডাউনলোড করতে হবে।
  • ডাউনলোডকৃত ফরমের ২ কপি প্রিন্ট করে মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে
  • অনলাইনে ফরম পূরণে সঠিক তথ্য প্রদান করা বাধ্যতামূলক। ভুল বা মিথ্যা তথ্য প্রদানের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের ঝুঁকি রয়েছে।
  • NID নম্বর, শিক্ষাগত যোগ্যতা, প্রাপ্ত নম্বর, অভিজ্ঞতা (যদি থাকে), স্থায়ী ও বর্তমান ঠিকানা, clearance certificate ইত্যাদি তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

ফরম পূরণের সময় যেসব কাগজপত্র লাগবে:

  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট
  • Clearance Certificate (যদি প্রযোজ্য হয়)
  • অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

৪৮তম বিসিএস ভাইভার জন্য BPSC Form-3 পূরণ সংক্রান্ত নির্দেশনা ২০২৫

বিশেষ নির্দেশনা:

  • যেকোনো তথ্য গোপন বা ভুল উপস্থাপন করলে প্রার্থিতা বাতিল হতে পারে।
  • প্রার্থীদের নিজ দায়িত্বে ফরম পূরণ করতে হবে এবং সময়মতো জমা দিতে হবে।

বিঃদ্রঃ ফরম পূরণের আগে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন, যাতে কোনো ধরণের ভুল না হয়।

Install Live Written App