প্রিয় বিসিএসপ্রার্থী, আপনাদের জানা আছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা একদম ঘনিয়ে এসেছে। পিএসসির সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবশ্যিক বিষয়ের পরীক্ষা ২৪ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৩ আগস্ট পর্যন্ত এবং পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ২১ আগস্টের মধ্যে। এখন আর দেরি নয়—লিখিত পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এখনই সঠিক রুটিন ও সাজেশনে মনোনিবেশ করা উচিত।

এই সময় আপনি যদি খুঁজে থাকেন ৪৬তম বিসিএস ইংরেজি লিখিত প্রস্তুতির সাজেশন, তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। ইংরেজি বিষয়ের লিখিত পরীক্ষায় ভালো করতে হলে Grammar, Reading Comprehension, Summary, Essay Writing ও Translation-সহ প্রতিটি অংশে সুপরিকল্পিত অনুশীলন অপরিহার্য। আপনাদের বিসিএস লিখিত প্রস্তুতির বিষয়টির উপর বিশেষ গুরুত্বারোপ করে আমরা শুরু করেছি সংশ্লিষ্ট বিষয়সমূহের সাজেশন ও গাইডলাইন সংক্রান্ত সিরিজ। এরই ধারাবাহিকতায় আজকের ব্লগে থাকছে গুরুত্বপূর্ণ টপিকের সারাংশ ও প্রস্তুতির কৌশল—যা পরীক্ষায় ভালো ফলাফলে সহায়তা করবে।

এই সাজেশন PDF-এ যা থাকছে —

  • প্রতিটি প্রশ্নের ধরন অনুযায়ী আলাদা গাইডলাইন
  • Essay, Grammar, Translation, Summary ও Letter Writing– প্রতিটির জন্য নম্বরভিত্তিক প্রস্তুতির টিপস
  • গুরুত্বপূর্ণ টপিক ও প্রশ্নের গঠন কৌশল
  • মডেল প্রশ্ন, লেখা শেখার ফর্মুলা ও টাইমিং অনুশীলন
  • ইউনিক এবং পরীক্ষায় উপযোগী সাজেশন

নিচের নির্দেশনা অনুসরণ করে Live Written অ্যাপ থেকে PDF ডাউনলোড করুন

Suggestion PDF Download Instruction Image

এক নজরে ৪৬তম বিসিএস ইংরেজি লিখিত পরীক্ষার সিলেবাস:

সাধারণ ক্যাডার এবং পেশাগত উভয় ক্যাডারের জন্য:
  • Subject- English
  • Total Marks- 200
  • Subject Code- 003
বিষয় নম্বর
Reading Comprehension + Grammar Usage 60
Summary 20
Letter to the Editor 20
Essay 50
Translation (EN ↔ BN) 50

গুরুত্বপূর্ণ টপিকসমূহের সারাংশ

Reading Comprehension
Unseen passage থেকে ৩০ নম্বরের থিমেটিক প্রশ্ন ও ৩০ নম্বরের ব্যাকরণভিত্তিক প্রশ্ন আসে। Regular English newspaper পড়া এবং skimming & scanning অনুশীলন জরুরি।
Summary Writing
Passage পড়ে মূল ভাব নির্ণয় করে ১০০ শব্দে concise summary লেখা শিখুন। First person বা নিজস্ব মতামত না দিয়ে third person ব্যবহার করতে হবে।
Letter to the Editor
Passage থেকে প্রাসঙ্গিক বিষয় নিয়ে ফর্মাল স্টাইলে লেটার লিখতে হয়। Proper format, polite tone এবং subject clarity থাকতে হবে।
Essay Writing
৮০০-১০০০ শব্দের একটি Essay লিখতে হবে। সমসাময়িক বিষয়, কাল্পনিক পরিস্থিতি ও জাতীয় সমস্যা সংক্রান্ত টপিকগুলো বেশি গুরুত্ব পায়। তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী লেখা প্রস্তুত রাখুন।
Translation (English ↔ Bengali)
অনুবাদ অংশে অর্থ বোধগম্য ও প্রাসঙ্গিক হতে হবে। গুগল ট্রান্সলেটের মতো আনাড়ি বা শাব্দিক (অনেকক্ষত্রে অশুদ্ধ) অনুবাদ এড়াতে হবে। অনুবাদের লিটারারি ভ্যালু থাকতে হবে, প্রাঞ্জল হতে হবে। প্রতিটি শব্দের প্রচলিত অনুবাদ না করে মূলভাব, থিম, সেটিং, প্রাসঙ্গিকতা ইত্যাদি ঠিক রেখে অনুবাদের চর্চা করুন।

পড়ার জন্য রেফারেন্স বইসমূহ (Recommended Study Materials)

৪৬তম বিসিএস ইংরেজি লিখিত পরীক্ষার প্রতিটি টপিকভিত্তিক প্রস্তুতির জন্য নিচে অধ্যয়নের উৎসগুলো সুন্দরভাবে আলাদা করে তুলে ধরা হলো:

Unseen Passage – Thematic Questions

অধ্যয়নের উৎস:

  • দেশি ইংরেজি পত্রিকা যেমন: The Daily Star, Dhaka Tribune-এর সম্পাদকীয় ও নিউজ রিপোর্ট
  • International Online News Portal যেমন: BBC, The Guardian, NY Times
  • ভালোমানের যেকোনো English Grammar বই
  • সর্বশেষ সংস্করণের যেকোনো ভালোমানের বিসিএস গাইড
  • SSC ও HSC English Test Papers
  • পূর্ববর্তী বিসিএস ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্নপত্র

Unseen Passage – Grammatical Usage

অধ্যয়নের উৎস:

  • ভালোমানের Grammar বই (যেমন Raymond Murphy’s Grammar in Use)
  • সর্বশেষ সংস্করণের যেকোনো ভালোমানের গাইড
  • SSC & HSC Test Paper
  • Cliffs TOEFL
  • বিগত BCS পরীক্ষার প্রশ্ন

Summary Writing

অধ্যয়নের উৎস:

  • দেশি ও আন্তর্জাতিক ইংরেজি পত্রিকা – সম্পাদকীয় অংশ
  • সর্বশেষ সংস্করণের যেকোনো গাইডবই
  • Bank/BCS Written Test এর Summary প্রশ্নপত্রসমূহ

Letter to the Editor

অধ্যয়নের উৎস:

  • NCTB ও HSC লেভেলের গ্রামার বই (Format শেখার জন্য)
  • Advanced Learner’s HSC Communicative English Grammar & Composition – Chowdhury & Hossain
  • A Passage to the English Language – S M Zakir Hossain
  • ইংরেজি জাতীয় দৈনিকের সম্পাদকীয়
  • SSC ও HSC Test Paper
  • সর্বশেষ সংস্করণের ভালোমানের বিসিএস গাইড
  • পূর্ববর্তী BCS লিখিত প্রশ্নপত্র

Essay Writing

অধ্যয়নের উৎস:

  • দেশি ও বিদেশি ইংরেজি পত্রিকার Opinion ও Editorial বিভাগ
  • ভালোমানের Essay collection বা সংকলন
  • সর্বশেষ সংস্করণের গাইডবই (যেমন: BCS-Targeted Guides)
  • পূর্ববর্তী বিসিএস ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্নপত্র

Translation: English to Bengali

অধ্যয়নের উৎস:

  • ইংরেজি নিউজ পোর্টাল বা পত্রিকার সম্পাদকীয় অংশ থেকে বাংলায় অনুবাদ অনুশীলন
  • ভালোমানের গাইডবই
  • বিগত BCS ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন

Translation: Bengali to English

অধ্যয়নের উৎস:

  • দেশি ইংরেজি দৈনিকের সম্পাদকীয় অংশ
  • সর্বশেষ সংস্করণের ভালোমানের গাইডবই
  • বাংলাপিডিয়ার ইংরেজি ও বাংলা ভার্সন (অনলাইনে ফ্রি পাওয়া যায়)
  • বিগত BCS ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্নপত্র
Install Live Written App