৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা আসন্ন, আর এখনই হচ্ছে প্রস্তুতি নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। অনেক পরীক্ষার্থীর কাছেই সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (Subject Code: 010) বিষয়টি চ্যালেঞ্জিং মনে হতে পারে, কারণ শুধু বিজ্ঞান নয়—তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স সম্পর্কিত খুটিনাটি তথ্যও এ বিষয়ের মধ্যে পড়ে। তাই আপনাদের সুবিধার্থে, Live Written অ্যাপে আমরা প্রকাশ করেছি একটি এক্সক্লুসিভ PDF সাজেশন—যেখানে থাকছে অধ্যায়ভিত্তিক গাইডলাইন, নম্বর বিভাজন, শর্টকাট সূত্র, গুরুত্বপূর্ণ টপিক ও বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ।
এখন থেকেই সঠিক গাইডলাইন ধরে বিষয়ভিত্তিক প্রস্তুতি ও রিভিশন শুরু করুন—যাতে পরীক্ষার হলে আত্মবিশ্বাস নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারেন। ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি একটি বাধ্যতামূলক বিষয় এবং এতে মোট ১০০ নম্বর থাকবে। বিষয়টি মূলত তিনটি ভাগে বিভক্ত:
বিভাগ | নম্বর |
---|---|
সাধারণ বিজ্ঞান | ৬০ |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | ২৫ |
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স | ১৫ |
Live Written অ্যাপে প্রকাশিত PDF সাজেশনটিতে প্রতিটি বিভাগের জন্য আলাদা গাইডলাইন, অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকস, বইয়ের রেফারেন্স এবং বিস্তারিত অনুশীলনের কৌশল তুলে ধরা হয়েছে।
নিচের নির্দেশনা অনুসরণ করে Live Written অ্যাপ থেকে বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি সাজেশন থেকে PDF ডাউনলোড করুন
সাধারণ বিজ্ঞান (60 নম্বর)
গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ:
- আলো: প্রতিফলন, প্রতিসরণ, কণাতত্ত্ব, পূর্ণ প্রতিফ
- শব্দ: তরঙ্গ, অনুরণন, ডপলার প্রভ
- চুম্বকত্ব: দণ্ড চুম্বক, স্থায়ী ও তড়িৎ চুম
- অম্ল, ক্ষার ও লবণ: pH, প্রাকৃতিক উৎস, ব্যবহার
- পানি ও দূষণ: দূষণের কারণ, বিশুদ্ধকরণ পদ্ধতি
- আমাদের সম্পদ: খনিজ, প্রাকৃতিক গ্যাস, কয়লা
- পলিমার: প্রাকৃতিক ও কৃত্রিম পলিমার, রাবার ও প্লাস্টিক
- খাদ্য ও পুষ্টি: উপাদান, পুষ্টিমান, সংরক্ষণ
- জৈবপ্রযুক্তি: DNA, RNA, ক্লোনিং, GM food
- রোগ ও স্বাস্থ্যসেবা: সংক্রামক রোগ, টিকা, স্বাস্থ্যবিধি
- বায়ুমণ্ডল: গঠন, গ্রিনহাউজ, ওজন স্তর
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (২৫ নম্বর)
গুরুত্বপূর্ণ টপিক:
- কম্পিউটারের মৌলিক ধারণা, CPU, RAM, Storage
- Input/Output Devices, Software types
- Network: LAN, WAN, Topology, Firewall
- Cloud Computing, Data Security, Hacking
- Internet vs Intranet, Social Media, e-Commerce
রেফারেন্স:
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ICT নীতিমালা ও কারিকুলাম
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স (১৫ নম্বর)
গুরুত্বপূর্ণ টপিক:
- বিদ্যুৎ ও এর উৎস: তাপ, জল, পারমাণবিক
- ইলেকট্রনিক ডিভাইস: ট্রানজিস্টর, ডায়োড, LED
- সার্কিট, রোধ, ভোল্টেজ, কারেন্ট
- Analog vs Digital Signal
- ইনভার্টার, ইউপিএস, স্ট্যাবিলাইজার
রেফারেন্স:
- মাধ্যমিক পদার্থবিজ্ঞান, ইলেকট্রিক্যাল চ্যাপ্টার
- উচ্চমাধ্যমিক পদার্থবিজ্ঞান (শাজাহান তপন)
স্মার্ট প্রস্তুতির কৌশল
- প্রতিদিন ২-৩টি অধ্যায়ের টপিকগুলো অনুশীলন করুন।
- নির্দিষ্ট সময়ের মধ্যে অধ্যায়ভিত্তিক MCQ ও Short Question-এর উত্তর লেখার চর্চা করুন।
- বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে সর্বাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করুন।
- গ্রাফ, চিত্র ও সমীকরণ দিয়ে উত্তর উপস্থাপনের অভ্যাস গড়ুন।
- পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর লিখে শেষ করা খুবই গুরুত্বপূর্ণ। তাই টাইম ম্যানেজমেন্ট শেখার জন্য ঘড়ি ধরে বা Stopwatch ব্যবহার করে Model Test/Mock Test দিন।
Leave A Comment