
বিসিএস পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষা। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরবর্তীতে কোথাও কাজে না আসলেও বিসিএস লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর মৌখিক পরীক্ষার নম্বরের সাথে যুক্ত হয়ে একটি ব্যাবধান তৈরি করতে সহযোগীতা করে।
বিসিএস লিখিত পরীক্ষার জন্য একটি গোছানো প্রস্তুতি নিতে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে ধারনা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বিসিএস লিখিত সিলেবাস (BCS Written Syllabus) টি সম্পর্কে ভালো ধারনা থাকলে এবং বিগত সালের বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন গুলো অনুসরণ করলে আপনার জন্য বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া অনেক টা সহজ হয়ে যাবে।
আজকের এই আর্টিক্যাল টি পড়ার পর আপনার বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন নিয়ে আর কোন কনফিউশন থাকবে না। এছাড়াও বিসিএস লিখিত পরীক্ষার জন্য কতটুকু পড়তে হবে কতটুকু বাদ দিতে হবে। সাধারণ ক্যাডারের বা, টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডারের জন্য বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন সবই পেয়ে যাবেন এখানেই।
আরও দেখুন: বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন
আরও দেখুন : বিসিএস প্রলিমিনারি প্রশ্ন ব্যাংক PDF
বিসিএস লিখিত পরীক্ষার মানবন্টন (BCS Written Mark Distribution):
বিসিএস সাধারণ ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার (প্রফেশনাল ক্যাডার) এর জন্য প্রার্থীদের মূলত ৯০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। নিম্নে বিসিএস সাধারণ ক্যাডার ও টেকনিক্যাল (প্রফেশনাল ক্যাডার) এর জন্য লিখিত পরীক্ষার মানবন্টন দেওয়া হল। পাশাপাশি যদি কোন প্রার্থী একই সাথে সাধারণ ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার (Both Cadre) এর জন্য আবেদন করেন সেটির মানবন্টনও দেওয়া হল:
বিসিএস সাধারণ ক্যাডারের জন্য লিখিত পরীক্ষার মানবন্টন
বিষয় | পূর্ণমান | সময় |
---|---|---|
বাংলা (০০২) | ২০০ নম্বর | ৪ ঘন্টা |
ইংরেজি | ২০০ নম্বর | ৪ ঘন্টা |
বাংলাদেশ বিষয়াবলী | ২০০ নম্বর | ৪ ঘন্টা |
আন্তর্জাতিক বিষয়াবলী | ১০০ নম্বর | ৩ ঘন্টা |
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | (৫০+৫০) = ১০০ নম্বর | ৩ ঘন্টা |
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি | ১০০ নম্বর | ৩ ঘন্টা |
সর্বমোট | ৯০০ নম্বর | ২১ ঘণ্টা |
বিসিএস টেকনিক্যাল / পেশাগত / প্রফেশনাল ক্যাডারের জন্য লিখিত পরীক্ষার মানবন্টন
বিষয় | পূর্ণমান | সময় |
---|---|---|
বাংলা (০০১) | ১০০ নম্বর | ৩ ঘন্টা |
ইংরেজি | ২০০ নম্বর | ৪ ঘন্টা |
বাংলাদেশ বিষয়াবলী | ২০০ নম্বর | ৪ ঘন্টা |
আন্তর্জাতিক বিষয়াবলী | ১০০ নম্বর | ৩ ঘন্টা |
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | (৫০+৫০) = ১০০ নম্বর | ৩ ঘন্টা |
পেশাগত বিষয় | ২০০ নম্বর | ৪ ঘন্টা |
সর্বমোট | ৯০০ নম্বর | ২১ ঘন্টা |
বিসিএস উভয় ক্যাডার (Both Cadre) ক্যাডারের জন্য লিখিত পরীক্ষার মানবন্টন
বিষয় | পূর্ণমান | সময় |
---|---|---|
বাংলা (০০১) | ১০০ নম্বর | ৩ ঘন্টা |
বাংলা (০০২) | ২০০ নম্বর | ৪ ঘন্টা |
ইংরেজি | ২০০ নম্বর | ৪ ঘন্টা |
বাংলাদেশ বিষয়াবলী | ২০০ নম্বর | ৪ ঘন্টা |
আন্তর্জাতিক বিষয়াবলী | ১০০ নম্বর | ৩ ঘণ্টা |
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | (৫০+৫০) = ১০০ নম্বর | ৩ ঘন্টা |
পেশাগত বিষয় | ২০০ নম্বর | ৪ ঘন্টা |
সর্বমোট | ১১০০ নম্বর | ২৫ ঘন্টা |
এক্ষেত্রে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরমে বিসিএস ক্যাডার চয়েস লিস্ট সিলেক্ট করার সময় প্রার্থী যদি সাধারণ ক্যাডার সিলেক্ট করেন তবে তাকে সাধারণ ক্যাডারের জন্য নির্দিষ্ট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আবার আবেদন ফরম পূরণ করার সময় যদি কোন প্রার্থী টেকনিক্যাল ক্যাডার / প্রফেশনাল ক্যাডার সিলেক্ট করে আবেদন ফরম টি পূরণ করেন। তবে লিখিত পরীক্ষায় প্রার্থীকে সাধারণ ক্যাডারের সিলেবাস থেকে ৭০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রফেশনাল ক্যাডারের জন্য প্রার্থী যে বিষয়ে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই নির্দিষ্ট বিষয় থেকে আরও ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রেও প্রার্থীকে ৯০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
তবে কোন প্রার্থী যদি সাধারণ ক্যাডার এবং প্রফেশনাল ক্যাডার অর্থাৎ উভয় ক্যাডার (Both Cadre) এর জন্য আবেদন করেন তবে প্রার্থীকে সাধারণ ক্যাডারের জন্য নির্দিষ্ট ৯০০ নম্বরের সাথে স্নাতকে অধ্যয়ন করা বিষয়ের উপর আরও ২০০ নম্বরের উপর অর্থাৎ সর্বমোট (৯০০ + ২০০) = ১১০০ নম্বরের উপর পরীক্ষা দিতে হবে।
চলুন এবার বিসিএস সাধারণ ক্যাডার ও প্রফেশনাল / টেকনিক্যাল ক্যাডারের জন্য বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক –
বিসিএস লিখিত সিলেবাস ও মানবন্টন (BCS Written Syllabus):
বিসিএস বাংলা লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS Bangla Written Syllabus)
বিসিএস লিখিত বাংলা (বিষয় কোড–০০১) বিস্তারিত সিলেবাস
বিসিএস লিখিত পরীক্ষার বাংলা (বিষয় কোড: ০০১) এর সিলেবাস টি শুধুমাত্র টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডার। এবং উভয় ক্যাডার (Both Cadre) এর প্রার্থীদের জন্য প্রযোজ্য।
টপিক | নম্বর | |
---|---|---|
ব্যাকরণ | শব্দগঠন | ৫ × ৬ = ৩০ |
বানান/ বানানের নিয়ম | ||
বাক্যশুদ্ধি/ প্রয়োগ-অপপ্রয়োগ | ||
প্রবাদ-প্রবচনের নিহিতার্থ প্রকাশ | ||
বাক্যগঠন |
||
ভাব-সম্প্রসারণ | ২০ | |
সারমর্ম | ২০ | |
বাংলা ভাষা ও সাহিত্য-বিষয়ক প্রশ্নের উত্তর | ৩০ | |
মোট নম্বর | ১০০ |
বিসিএস লিখিত বাংলা (বিষয় কোড–০০২) বিস্তারিত সিলেবাস
বিসিএস লিখিত পরীক্ষার বাংলা (বিষয় কোড: ০০২) এর সিলেবাস টি শুধুমাত্র সাধারণ ক্যাডার (General Cadre) এবং উভয় ক্যাডার (Both Cadre) এর প্রার্থীদের জন্য প্রযোজ্য।
টপিক | নম্বর | |
---|---|---|
ব্যাকরণ | শব্দগঠন | ৫ × ৬ = ৩০ |
বানান/ বানানের নিয়ম | ||
বাক্যশুদ্ধি/ প্রয়োগ-অপপ্রয়োগ | ||
প্রবাদ-প্রবচনের নিহিতার্থ প্রকাশ | ||
বাক্যগঠন |
||
ভাব-সম্প্রসারণ | ২০ | |
সারমর্ম | ২০ | |
বাংলা ভাষা ও সাহিত্য-বিষয়ক প্রশ্নের উত্তর | ৩০ | |
অনুবাদ (ইংরেজি থেকে বাংলা) | ১৫ | |
কাল্পনিক সংলাপ | ১৫ | |
পত্রলিখন | ১৫ | |
পত্রলিখন | ১৫ | |
গ্রন্থ-সমালোচনা | ১৫ | |
রচনা | ৪০ | |
মোট নম্বর | ১০০ |
বিসিএস বাংলাদেশ বিষয়াবলী লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS Bangladesh Affairs Written Syllabus)
বিসিএস লিখিত পরীক্ষার বাংলাদেশ বিষয়বলী সিলেবাস টি সাধারণ ক্যাডার, টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডার এবং উভয় ক্যাডার এর জন্যই প্রযোজ্য। বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলী এর (সাবজেক্ট কোড: ০০৫) এবং পূর্ণমান ২০০ নম্বর।
টপিক | পূর্ণমান |
---|---|
বাংলাদেশের ভূগোল: প্রাকৃতিক বৈশিষ্ট্য ও এর পরিবর্তন:
| |
জনমিতিক বৈশিষ্ট্য: নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য:
| |
বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি: প্রাচীন থেকে বর্তমান:
| |
বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি:
| |
বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা: রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও টেকসইকরণ:
| |
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ: টেকসই ব্যবহার ও ব্যবস্থাপনা:
| |
বাংলাদেশের সংবিধান:
| |
সরকারের অঙ্গসমূহ: আইনসভা, নির্বাহী/শাসন বিভাগ ও বিচার বিভাগ: (A) আইন বিভাগ (Legislature):
(B) নির্বাহী বিভাগ (Executive):
(C) বিচার বিভাগ (Judiciary):
| |
বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্ক:
| |
রাজনৈতিক দলসমূহ:
| |
বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা:
| |
সাম্প্রতিক যোগাযোগ, মিডিয়া, আইসিটি খাত ও ই-গভর্নেন্স সম্পর্কিত:
| |
অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানসমূহ: সুশীল সমাজ, স্বার্থগোষ্ঠী ও এনজিও:
| |
বিশ্বায়ন ও বাংলাদেশ:
| |
বাংলাদেশে লৈঙ্গিক ইস্যু ও উন্নয়ন:
| |
মুক্তিযুদ্ধ ও এর পটভূমি:
| |
মোট | ২০০ |
বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS International Affairs Written Syllabus)
বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার এই সিলেবাস টি বিসিএস সাধারণ ক্যাডার, টেকনিক্যাল (প্রফেশনা ক্যাডার) এবং উভয় ক্যাডার (Both Cadre) সবগুলোর জন্যই প্রযোজ্য। বিসিএস লিখিত পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলী এর (সাবজেক্ট কোড: ০০৭) এবং পুর্ণমান ১০০ নম্বর।
টপিক | অন্তর্ভুক্ত বিষয় | পূর্ণমান |
---|---|---|
ধারনাগত সমস্যা (Conceptual Issues) | আন্তর্জাতিক বিষয়াবলি পরিচিতি:
| ১২ টি প্রশ্ন থেকে ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৪X১০) = ৪০ নম্বর |
বিশ্বের কারকসমূহ:
|
||
ক্ষমতা ও নিরাপত্তা:
|
||
প্রধান প্রধান ধারণা ও মতাদর্শসমূহ:
|
||
বৈদেশিক নীতি ও কূটনীতি:
আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক:
|
||
বৈশ্বিক পরিবেশ:
|
||
পরীক্ষামূলক সমস্যা (Empirical Issues) | জাতিসংঘ:
| ৪ টি প্রশ্ন থেকে ৩ টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৩X১৫) = ৪৫ নম্বর |
ক্ষমতাধর রাষ্ট্রসমূহের বৈদেশিক সম্পর্ক:
|
||
বৈশ্বিক উদ্যোগ ও প্রতিষ্ঠানসমূহ:
|
||
আঞ্চলিক প্রতিষ্ঠানসমূহ:
|
||
বিশ্বের প্রধান ইস্যু ও দ্বন্দ্বসমূহ:
|
||
দক্ষিণ এশিয়ার রাজনীতি:
|
||
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ:
|
||
সমস্যা সমাধান (Problem Solving) |
| ১৫ |
মোট | ১০০ |
বিসিএস ইংরেজি লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS English Written Syllabus)
বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজি সিলেবাস টি সাধারণ এবং পেশাগত উভয় ক্যাডারের জন্যই প্রযোজ্য। বিসিএস লিখিত পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের (সাবজেক্ট কোড: ০০৩) এবং মোট পূর্ণমান ২০০ নম্বর।
Topic | Include Subjects | Marks |
---|---|---|
Part A | 1. Reading Comprehension: An unseen passage dealing with a topic relevant to our times will be set. Candidates will be required to answer (a) a number of thematic questions that will test their understanding of the passage (30 marks), and (b) a number of questions related to grammar and usage. (30 marks) | 60 |
2. Candidates will be required to write a summary of the given passage in their own words within 100 words | 60 | |
3. Candidates will have to write a letter relating to the thematic issue of the given passage to the editor of an English newspaper. | 20 | |
Part B | 1. Candidates will be required to compose an essay on a topic related to an issue of topical relevance. The essay must conform to the word limit set and must convey a candidate's ability to express his or her ideas clearly and correctly in English as well as reflect and analyze a topic of contemporary interest. | 50 |
2. Translation from English into Bangla and Bangla into English: Candidates will be required to translate a short passage from Bangla into English and another from English into Bangla | (25+25) = 50 | |
Total | 200 |
বিসিএস গাণিতিক যুক্তি লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS Math Written Syllabus)
বিসিএস লিখিত পরীক্ষার গাণিতিক যুক্তি সিলেবাসের পূর্ণমান ৫০ নম্বর এবং (বিষয়কোড: ০০৮)। মূল পরীক্ষায় গাণিতিক যুক্তি পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় থাকে। এই সিলেবাস টি বিসিএস সাধারণ ক্যাডার, টেকনিক্যাল (প্রফেশনাল ক্যাডার) এবং উভয় ক্যাডার সকলের জন্যই প্রযোজ্য।
টপিক | পূর্ণমান |
---|---|
পাটিগণিত ও বীজগণিতীয় সরলীকরণ | |
ঐকিক নিয়ম, গড়, সরল ও যৌগিক মুনাফা, শতকরা, অনুপাত-সমানুপাত, লাভ-ক্ষতি, ল.সা.গু ও গ.সা.গু। | |
বীজগণিতীয় সূত্রাবলি, বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ, একঘাত ও দ্বিঘাত সমীকরণ, একঘাত ও দ্বিঘাত অসমতা। | |
দুই ও তিনচলক বিশিষ্ট রৈখিক সমীকরণ পদ্ধতি। | |
সূচক ও লগারিদম। | |
সমান্তর ও গুনোত্তর ধারা, অনুক্তম। | |
রেখা, কোণ ও ত্রিভুজ সম্পর্কিত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য ও অনুসিদ্ধান্ত। | |
ক্ষেত্রফল সম্পর্কীত উপপাদ্য, পরিমিতি, সরলক্ষেত্র ও ঘনবস্তু। | |
স্থানাঙ্ক জ্যামিতি: দূরত্ব ও সরলরেখার সমীকরণ। | |
ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব ও উচ্চতাবিষয়ক সমস্যা। | |
সেটের সূত্র ও ভেনচিত্র। | |
গণনার মূলনীতি: বিন্যাস, সমাবেশ ও সম্ভাব্যতা। | |
মোট | ৫০ |
বিসিএস সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS General Science and Technology Written Syllabus):
বিসিএস লিখিত পরীক্ষার সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি অংশের লিখিত পরীক্ষার (সাবজেক্ট কোড: ০১০) এবং পূর্ণমান ১০০ নম্বর। এই সিলেবাসটি ৩ টি অংশে বিভক্ত। যথা:
১। সাধারণ বিজ্ঞান (৬০ নম্বর)।
২। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (২৫ নম্বর)।
৩। ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক প্রযুক্তি (১৫ নম্বর)।
বিসিএস সাধারণ বিজ্ঞান লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস
টপিক | অন্তর্ভুক্ত বিষয় | পূর্ণমান |
---|---|---|
আলো | আলোর প্রকৃতি, বর্ণালি, বিভিন্ন রং ও তরঙ্গ দৈর্ঘ্য, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি ও লেজার, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর বিচ্চুরণ, লেন্স, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর কণাতত্ত্ব, আইনস্টাইনের ফটোতড়িৎ সমীকরণ, আলোক কোষ প্রভৃতি। | |
শব্দ | শ্রবণ কৌশল, ডেসিবেল, কম্পাঙ্ক, বিভিন্ন ধরনে শ্রবণ যন্ত্র (টেপ রেকর্ডার, লাউড স্পিকার, মাইক্রোফোন), জনসমাগমে শব্দ ব্যবস্থা (শব্দ দূষণ কারণ, প্রভাব, প্রতিকার প্রভৃতি), শব্দ স্বরের বৈশিষ্ট্য, টানা তারে স্থির তরঙ্গ সৃষ্টি; আড় কম্পনের সূত্রাবলি, স্বরকম্প, ডপলার ক্রিয়া, ডপলার ক্রিয়ার প্রয়োগ ও সীমাবদ্ধতা, প্রতিধ্বনি, বাদুরের চলাচল, শব্দ তরঙ্গের শোষণ, অনুরণন, শ্রবণযোগ্যতা করণের মূলনীতি, সাবাইনের সূত্র প্রভৃতি। | |
চুম্বকত্ব | চুম্বক ও চুম্বকত্ব, চৌম্বক ও অচৌম্বক পদার্থ, চৌম্বকের পোলারিটি এবং বিদ্যুতের সাথে সম্পর্ক, দন্ড চুম্বক, চৌম্বক বলরেখা, চৌম্বকক্ষেত্রে দন্ড চুম্বকের টর্ক, দন্ড চুম্বক হিসেবে পৃথিবীর চুম্বকক্ষেত্র, তড়িৎ চুম্বক, বার ম্যাগনেট, ট্যানজেন্ট গ্যালভানোমিটার, কম্পন ম্যাগনেটোমিটার, ডায়া, প্যারা, ফেরোম্যাগনেটিক পদার্থ, তড়িৎ চুম্বক ও স্থায়ী চুম্বক প্রভৃতি। | |
অম্ল, ক্ষার ও লবণ | অম্ল-ক্ষারকের ধারণা, বিভিন্ন মতবাদ, অম্ল-ক্ষারের বৈশিষ্ট্য, ধর্ম, ব্যবহার, অম্ল-ক্ষার নির্দেশক, দৈনন্দিন জীবনে অম্ল-ক্ষারের ব্যবহার ও সাবধানতা, এসিড বৃষ্টি, এসিডের অপব্যবহারের সামাজিক প্রভাব, পাকস্থলিতে অম্লত্বের কারণ এবং সঠিক খাধ্য নির্বাচন, pH, pH পরিমাপ ও গুরুত্ব, কৃষি জমিতে pH এর গুরত্ব, লবণের বৈশিষ্ট্য, ধর্ম, ব্যবহার, দৈনন্দিন জীবনে লবণের ব্যবহার, প্রয়োজনীয়তা; কৃষি ও শিল্পক্ষেত্রে লবণের ব্যবহার প্রভৃতি। | |
পানি | পানির ধর্ম, পানির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, পানির তড়িৎ পরিবাহিতা; পানির গঠন, হাইড্রোজেন বন্ধন, পানির উৎস, বাংলাদেশে মিঠা পানির উৎস, পানির মানদন্ড (বর্ণ, স্বাদ, ঘোলা হওয়া, তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, ময়লা-আবর্জনার উপস্থিতি, দ্রবীভূত অক্সিজেন, BOD, COD, TDS, DO, তাপমাত্রা, pH এবং লবণাক্ততা), পানির রিসাইক্লিং, পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা, মানসম্মত পানির প্রয়োজনীয়তা, পানির বিশুদ্ধকরণ (পরিস্রাবণ, ক্লোরিনেশন, স্ফুটন ও পাতন প্রভৃতি), পানি দূষণ, দূষণের কারণ, প্রভাব, দূষণ প্রতিরোধ ও কৌশল, জনসচেতনতা প্রভৃতি, মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব, পানির উৎস সংরক্ষণ ও উন্নয়ন প্রভৃতি। | |
আমাদের সম্পদ | মাটি, মাটির প্রকারভেদ, মাটির গঠন, মাটির বৈশিষ্ট্য, মাটির pH, বাংলাদের বিভিন্ন অঞ্চলের মাটি ও মাটি সংক্রান্ত বিভিন্ন বিদ্যা, মাটি ক্ষার ও অম্ল হওয়ার কারন, বাফারিং, মাটি দূষণের কারণ, প্রভাব, প্রতিরোধ, প্রাকৃতিক গ্যাস ও এর প্রধান উপাদান; প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ও কয়লার উৎস, প্রক্রিয়াকরণ ও ব্যবহার, বনপালনবিদ্যা, আমাদের সম্পদের সীমাবদ্ধতা ও সংরক্ষণ প্রভৃতি। | |
পলিমার | প্রাকৃতিক ও কৃত্রিম পলিমার; পলিথিন, টেফলন, পিভিসি ইত্যাদি সংশ্লেষণ, ব্যবহার ও পরিবেশের উপর তাদের ভূমিকা, এদের ব্যবহার ও উৎস, প্রস্তুতকরণ; পলিমারকরণ পদ্ধতি, তন্তু, সিল্ক, পশম, নাইলন, ও রেয়নের প্রস্তুতপ্রণালি, বৈশিষ্ট্য ও ব্যবহার, রাবার ও প্লাস্টিকের ভৌত ও রাসায়নিক ধর্ম; এদের ব্যবহার, পরবিবেশ ভারসাম্যহীনতা রাবার ও প্লাস্টিকের ভূমিকা; রাবার ও প্লাস্টিক ব্যবহারে সাবধানতা প্রভৃতি। | |
বায়ুমন্ডল | জীবমন্ডল, আয়োনোস্ফিয়ার ও বারিমন্ডল; বায়ু, বায়ুর উপাদান, আবহাওয়া ও জলবায়ু, অক্সিজেন, কার্বন-ডাই- অক্সাইড ও নাইট্রোজেনের ভূমিকা; গ্রিন হাউজ গ্যাস, বৈশ্বিক উষ্ণায়ন, ওজোন ও ওজোনস্তর; নাইট্রোজেন চক্র, পানযোগ্য ও দূষিত পানি, পাস্তুরাইজেশন প্রভৃতি। | |
খাদ্য ও পুষ্টি | খাদ্যের বিভিন্ন উপাদান; প্রোটিন; স্নেহ ও লিপিড; শর্করা; ভিটামিন; শর্করা ও প্রোটিনের প্রকারভেদ ও উৎস; রাফেজ, পুষ্টি মান; সুষম খাদ্য উপাদান তালিকা; সুষম খাদ্যের পিরামিড; বডি মাস ইনডেক্স (BMI), জাঙ্ক ফুড, খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি; খাদ্য সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক উপাদানের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া প্রভৃতি। | |
বায়োটেকনলজি | ক্রোমোসোম; তার আকার, গঠন, প্রকারভেদ এবং রাসায়নিক গঠন, নিউক্লিয়িক এসিড, ডিএনএ, আরএনএ, প্রোটিন, জিন, ডিএনএ টেস্ট, ফরেনসিক টেস্ট, মানুষের জেনেটিক বিশৃঙ্খলা, জীবপ্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্লোনিং ও ক্লোনিংয়ের সামাজিক প্রভাব; ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণি, কৃষি, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ও ঔষধ শিল্পে জীব প্রযুক্তির ব্যবহার। | |
রোগ ও স্বাস্থ্যসেবা | সংক্রমণ, এন্টিবায়োটিক, স্ট্রোক, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ডেংগু ,ডায়রিয়া, মাদকাসক্তি, ভ্যাকসিনেশন, ফুড পয়েজনিং, কেমোথেরাপি, রেডিওথেরাপি, সিটিস্ক্যান, এম আর আই, এইডস, ক্যান্সার প্রভৃতি। | |
মোট | ৬০ |
বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস (Computer and Information Technology)
টপিক | অন্তর্ভুক্ত বিষয় | পূর্ণমান |
---|---|---|
কম্পিউটার টেকনোলজি (Computer Technology) | কম্পিউটার সংগঠন ও কার্যাবলি, কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রজন্ম, সিপিইউ ও তার অংশ, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, কম্পিউটার মেমরি, ইনপুট ও আউটপুট ডিভাইস, বায়োস, বাস আর্কিটেকচার, অনুবাদক প্রোগ্রাম, টেক্সট এডিটর; প্রোগ্রামিং ভাষা, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, অফিস অটোমেশন, কম্পিউটার ভাইরাস, দৈনন্দিন জীবনে কম্পিউটারের প্রভাব প্রভৃতি। | |
তথ্য প্রযুক্তি (Information Technology) | ডাটা ও ডাটা কমিউনিকেশন, তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বন্টন, ডাটাবেজ সফটওয়্যার ও কাঠামো, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, মাল্টিমিডিয়া সিস্টেম, হার্ডওয়্যার ও সফটওয়্যার, LAN, MAN, WAN, GPS, টপোলজি, নেটওয়ার্কিং ডিভাইস (রাউটার, সুইচ, হাব প্রভৃতি), প্রোটোকল, ইন্ট্রানেট, এক্সট্রানেট, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, WWW, ওয়েব প্রযুক্তি, জনপ্রিয় ওয়েবসাইটসমূহ, ক্লাউড কম্পিউটিং, ইমেইল, ডাটাবেজ, সাইবার নিরাপত্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম, ট্রান্সমিশন মিডিয়া, ব্যান্ডউইথ, অপটিক্যাল ফাইবার, ওয়াইফাই, টেলিকমিউনিকেশন এবং স্যাটেলাইট যোগাযোগ, ভিস্যাট; ই-কমার্স, সাম্প্রতিক আলোচিত তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ প্রভৃতি। | |
মোট: | ২৫ |
বিসিএস ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক টেকনোলোজি লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS Electrical and Electronic Technology Written Syllabus)
টপিক | অন্তর্ভুক্ত বিষয় | পূর্ণমান |
---|---|---|
ইলেক্ট্রিক্যাল প্রযুক্তি | বৈদ্যুতিক উপাদান, ভোল্টেজ, কারেন্ট, ওহমের আইন, বৈদ্যুতিক শক্তি এবং শক্তি, ইলেক্ট্রোম্যাগনেট এবং চৌম্বক ক্ষেত্র, ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সার্কিট ব্রেকার, জিএফসিআই এবং ফিউজ, পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং সিরিজ সার্কিট, একটি সিরিজের ভোল্টেজ সোর্স, কিরচফের ভোল্টেজ আইন, একটি সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভিশন, সিরিজের উপাদান বিনিময়, ভোল্টেজ নিয়ন্ত্রণ এবং ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ প্রতিরোধ, সমান্তরাল প্রতিরোধক, সমান্তরাল সার্কিট, বিদ্যুৎ বিতরণ একটি সমান্তরাল সার্কিট, কিরচফের বর্তমান আইন, খোলা এবং শর্ট সার্কিট, এসি এবং ডিসি ভোল্টেজের উত্পাদন, তাপ, জলবাহী এবং পারমাণবিক শক্তি উৎপাদক। বৈদ্যুতিক মোটর এবং তাদের অ্যাপ্লিকেশন। ট্রান্সফরমার, এসি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, বৈদ্যুতিক যন্ত্র, ভোল্টেজ স্টেবিলাইজার, আইপিএস এবং ইউপিএস। | |
ইলেকট্রনিক্স প্রযুক্তি | ইলেকট্রনিক উপাদান, এনালগ এবং ডিজিটাল সিগন্যাল, এনালগ ইলেকট্রনিক ডিভাইস, পরিবর্ধক এবং oscillators, প্রতিরোধ, প্রতিরোধক ধরনের, conductance, ohmmeters, ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটারস, Inductors, Inductance, Sinusoidal অল্টারনেটিং, ওয়েভফর্মস, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, সাইনোসয়েডাল ওয়েভফর্ম, সাইনোসয়েডাল ভোল্টেজের সাধারণ বিন্যাস বর্তমান, ফেজ রিলেশনস, দ্য বেসিক এলিমেন্টস অ্যান্ড ফ্যাসারস, বেসিক আর, এল এবং সি এর প্রতিক্রিয়া, একটি সাইনোসয়েডাল ভোল্টেজের উপাদান বা বর্তমান, মৌলিক উপাদানগুলির ফ্রিকোয়েন্সি প্রতিক্রিয়া, গড় শক্তি এবং পাওয়ার ফ্যাক্টর, জটিল সংখ্যা, আয়তক্ষেত্রাকার ফর্ম, পোলার ফর্ম, ফর্মের মধ্যে রূপান্তর, প্রতিবন্ধকতা এবং ফ্যাসার ডায়াগ্রাম, 3 ফেজ সিস্টেমের ভূমিকা, জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের প্রাথমিক ধারণা, ক্ষমতার বিভিন্ন স্তর, এর প্রাথমিক ধারণা ট্রান্সফরমার, রেডিও, টেলিভিশন এবং রাডার। ডিজিটাল ডিভাইস এবং ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট, ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিটের প্রভাব, কাউন্টার এবং ডিজিটাল ডিসপ্লে ডিভাইস, ডিজিটাল যন্ত্র। | |
মোট | ১৫ |
বিসিএস টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডারের লিখিত পরীক্ষার সিলেবাস (BCS Technical / Professional Cadre Written Exam Syllabus):
যেসব প্রার্থী ক্যাডার চয়েস লিস্ট সাজানোর সময় টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডার / স্বাস্থ্য ক্যাডার চয়েজ করে আবেদন করেন, তাদের সাধারণ ক্যাডারের সিলেবাসে অন্তর্ভুক্ত বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা – বিষয়ের (মোট ৭০০ নম্বরের) পরীক্ষা ছাড়াও নিজের স্নাতক / সমমানের পর্যায়ে অধ্যয়নকৃত বিষয় থেকে আরও ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।
আবার যেসব প্রার্থী উভয় ক্যাডার (Both Cadre) সিলেক্ট করে আবেদন করেন তাদের ক্ষেত্রে সাধারাণ ক্যাডারের সম্পূর্ণ সিলেবাস (অর্থাৎ ৯০০ নম্বর) ছাড়াও নিজের স্নাতক / সমমানের পর্যায়ে অধ্যয়ন করা বিষয় থেকে আরও ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।
বিষয়ভিত্তিক এই ২০০ নম্বরের পরীক্ষার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক মোট ৮৪ টি বিষয়ের উপর বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন দেওয়া হয়েছে। চলুন এই সিলেবাস টি দেখে নেওয়া যাক।
Leave A Comment