বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন

বিসিএস পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষা। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরবর্তীতে কোথাও কাজে না আসলেও বিসিএস লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর মৌখিক পরীক্ষার নম্বরের সাথে যুক্ত হয়ে একটি ব্যাবধান তৈরি করতে সহযোগীতা করে।

বিসিএস লিখিত পরীক্ষার জন্য একটি গোছানো প্রস্তুতি নিতে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে ধারনা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বিসিএস লিখিত সিলেবাস (BCS Written Syllabus) টি সম্পর্কে ভালো ধারনা থাকলে এবং বিগত সালের বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন গুলো অনুসরণ করলে আপনার জন্য বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া অনেক টা সহজ হয়ে যাবে।

আজকের এই আর্টিক্যাল টি পড়ার পর আপনার বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন নিয়ে আর কোন কনফিউশন থাকবে না। এছাড়াও বিসিএস লিখিত পরীক্ষার জন্য কতটুকু পড়তে হবে কতটুকু বাদ দিতে হবে। সাধারণ ক্যাডারের বা, টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডারের জন্য বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন সবই পেয়ে যাবেন এখানেই।

বিসিএস লিখিত পরীক্ষার মানবন্টন (BCS Written Mark Distribution):

বিসিএস সাধারণ ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার (প্রফেশনাল ক্যাডার) এর জন্য প্রার্থীদের মূলত ৯০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। নিম্নে বিসিএস সাধারণ ক্যাডার ও টেকনিক্যাল (প্রফেশনাল ক্যাডার) এর জন্য লিখিত পরীক্ষার মানবন্টন দেওয়া হল। পাশাপাশি যদি কোন প্রার্থী একই সাথে সাধারণ ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার (Both Cadre) এর জন্য আবেদন করেন সেটির মানবন্টনও দেওয়া হল:

বিসিএস সাধারণ ক্যাডারের জন্য লিখিত পরীক্ষার মানবন্টন

বিষয়পূর্ণমানসময়
বাংলা (০০২)২০০ নম্বর৪ ঘন্টা
ইংরেজি২০০ নম্বর৪ ঘন্টা
বাংলাদেশ বিষয়াবলী২০০ নম্বর৪ ঘন্টা
আন্তর্জাতিক বিষয়াবলী১০০ নম্বর৩ ঘন্টা
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা(৫০+৫০) = ১০০ নম্বর৩ ঘন্টা
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি১০০ নম্বর৩ ঘন্টা
সর্বমোট৯০০ নম্বর২১ ঘণ্টা

বিসিএস টেকনিক্যাল / পেশাগত / প্রফেশনাল ক্যাডারের জন্য লিখিত পরীক্ষার মানবন্টন

বিষয়পূর্ণমানসময়
বাংলা (০০১)১০০ নম্বর৩ ঘন্টা
ইংরেজি২০০ নম্বর৪ ঘন্টা
বাংলাদেশ বিষয়াবলী২০০ নম্বর৪ ঘন্টা
আন্তর্জাতিক বিষয়াবলী১০০ নম্বর৩ ঘন্টা
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা(৫০+৫০) = ১০০ নম্বর৩ ঘন্টা
পেশাগত বিষয়২০০ নম্বর৪ ঘন্টা
সর্বমোট৯০০ নম্বর২১ ঘন্টা

বিসিএস উভয় ক্যাডার (Both Cadre) ক্যাডারের জন্য লিখিত পরীক্ষার মানবন্টন

বিষয়পূর্ণমানসময়
বাংলা (০০১)১০০ নম্বর৩ ঘন্টা
বাংলা (০০২)২০০ নম্বর৪ ঘন্টা
ইংরেজি২০০ নম্বর৪ ঘন্টা
বাংলাদেশ বিষয়াবলী২০০ নম্বর৪ ঘন্টা
আন্তর্জাতিক বিষয়াবলী১০০ নম্বর৩ ঘণ্টা
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা(৫০+৫০) = ১০০ নম্বর৩ ঘন্টা
পেশাগত বিষয়২০০ নম্বর৪ ঘন্টা
সর্বমোট১১০০ নম্বর২৫ ঘন্টা

এক্ষেত্রে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরমে বিসিএস ক্যাডার চয়েস লিস্ট সিলেক্ট করার সময় প্রার্থী যদি সাধারণ ক্যাডার সিলেক্ট করেন তবে তাকে সাধারণ ক্যাডারের জন্য নির্দিষ্ট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবার আবেদন ফরম পূরণ করার সময় যদি কোন প্রার্থী টেকনিক্যাল ক্যাডার / প্রফেশনাল ক্যাডার সিলেক্ট করে আবেদন ফরম টি পূরণ করেন। তবে লিখিত পরীক্ষায় প্রার্থীকে সাধারণ ক্যাডারের সিলেবাস থেকে ৭০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রফেশনাল ক্যাডারের জন্য প্রার্থী যে বিষয়ে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই নির্দিষ্ট বিষয় থেকে আরও ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রেও প্রার্থীকে ৯০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

তবে কোন প্রার্থী যদি সাধারণ ক্যাডার এবং প্রফেশনাল ক্যাডার অর্থাৎ উভয় ক্যাডার (Both Cadre) এর জন্য আবেদন করেন তবে প্রার্থীকে সাধারণ ক্যাডারের জন্য নির্দিষ্ট ৯০০ নম্বরের সাথে স্নাতকে অধ্যয়ন করা বিষয়ের উপর আরও ২০০ নম্বরের উপর অর্থাৎ সর্বমোট (৯০০ + ২০০) = ১১০০ নম্বরের উপর পরীক্ষা দিতে হবে।

চলুন এবার বিসিএস সাধারণ ক্যাডার ও প্রফেশনাল / টেকনিক্যাল ক্যাডারের জন্য বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক –

বিসিএস লিখিত সিলেবাস ও মানবন্টন (BCS Written Syllabus):

বিসিএস বাংলা লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS Bangla Written Syllabus)

বিসিএস লিখিত বাংলা (বিষয় কোড–০০১) বিস্তারিত সিলেবাস

বিসিএস লিখিত পরীক্ষার বাংলা (বিষয় কোড: ০০১) এর সিলেবাস টি শুধুমাত্র টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডার। এবং উভয় ক্যাডার (Both Cadre) এর প্রার্থীদের জন্য প্রযোজ্য।

টপিকনম্বর
ব্যাকরণশব্দগঠন
৫ × ৬ = ৩০
বানান/ বানানের নিয়ম
বাক্যশুদ্ধি/ প্রয়োগ-অপপ্রয়োগ
প্রবাদ-প্রবচনের নিহিতার্থ প্রকাশ
বাক্যগঠন
ভাব-সম্প্রসারণ২০
সারমর্ম২০
বাংলা ভাষা ও সাহিত্য-বিষয়ক প্রশ্নের উত্তর৩০
মোট নম্বর১০০
বিসিএস লিখিত বাংলা (বিষয় কোড–০০২) বিস্তারিত সিলেবাস

বিসিএস লিখিত পরীক্ষার বাংলা (বিষয় কোড: ০০২) এর সিলেবাস টি শুধুমাত্র সাধারণ ক্যাডার (General Cadre) এবং উভয় ক্যাডার (Both Cadre) এর প্রার্থীদের জন্য প্রযোজ্য।

টপিকনম্বর
ব্যাকরণশব্দগঠন
৫ × ৬ = ৩০
বানান/ বানানের নিয়ম
বাক্যশুদ্ধি/ প্রয়োগ-অপপ্রয়োগ
প্রবাদ-প্রবচনের নিহিতার্থ প্রকাশ
বাক্যগঠন
ভাব-সম্প্রসারণ২০
সারমর্ম২০
বাংলা ভাষা ও সাহিত্য-বিষয়ক প্রশ্নের উত্তর৩০
অনুবাদ (ইংরেজি থেকে বাংলা)১৫
কাল্পনিক সংলাপ১৫
পত্রলিখন১৫
পত্রলিখন১৫
গ্রন্থ-সমালোচনা১৫
রচনা৪০
মোট নম্বর১০০

বিসিএস বাংলাদেশ বিষয়াবলী লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS Bangladesh Affairs Written Syllabus)

বিসিএস লিখিত পরীক্ষার বাংলাদেশ বিষয়বলী সিলেবাস টি সাধারণ ক্যাডার, টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডার এবং উভয় ক্যাডার এর জন্যই প্রযোজ্য। বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলী এর (সাবজেক্ট কোড: ০০৫) এবং পূর্ণমান ২০০ নম্বর।

টপিকপূর্ণমান
বাংলাদেশের ভূগোল: প্রাকৃতিক বৈশিষ্ট্য ও এর পরিবর্তন:

  • বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূ-প্রকৃতি (কৌশলগত অবস্থান, গুরুত্ব, সুবিধা)।

  • বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান যেমন – ভূমিরূপ, নদ-নদী, বনাঞ্চল ইত্যাদি।

  • সংবিধানে পরিবেশ রক্ষার গুরুত্ব, পরিবেশ রক্ষায় বিভিন্ন আইন ও অধ্যাদেশ।

  • ভূ-রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান, বৃহৎ শক্তির প্লে-গ্রাউন্ড হিসাবে বাংলাদেশ।

  • ব-দ্বীপ পরিকল্পনা (কাঠামো, অর্থায়ন ও চ্যালেঞ্জ)।

  • সমুদ্র অর্থনীতি, সমুদ্র বিজয় (সরকারের পদক্ষেপ, বাস্তবায়নে করণীয়)।

  • বঙ্গবন্ধু দ্বীপ, ভাসানচর, প্রবাল দ্বীপ, সোয়াচ অফ নো গ্রাউন্ড, বিগ-বি, গভীর সমুদ্রবন্দর।

জনমিতিক বৈশিষ্ট্য: নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য:

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তাসমূহের বৈচিত্র্য (পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক)।

  • মানব সম্পদ, সংবিধানে মানব সম্পদের উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নে করণীয়।

  • ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এর সমস্যা ও সম্ভাবনাসমূহ।

  • বাংলাদেশের জনসংখ্যা নীতি, লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রাসঙ্গিকতা।

  • জনশুমারি, জনশুমারি-২০২২ এর উল্লেখযোগ্য দিকসমূহ।

  • পরিবার পরিকল্পনা (পরিচিতি, প্রয়োজনীয়তা, সরকারের পদক্ষেপ ও বাস্তবায়নে করণীয়)।


বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি: প্রাচীন থেকে বর্তমান:

  • জাতীয়তাবাদ (উদ্ভব ও বিকাশ)।

  • প্রাচীনযুগ - বিভিন্ন জনপদ গঠন, বঙ্গ-জনপদের ইতিহাস, বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ জনপদগুলোর ইতিহাস, বিভিন্ন শাসনামল ইত্যাদি।

  • মধ্যযুগ – উপমহাদেশে সুলতানি আমল, মোঘল শাসন, হাবসি শাসন, বাংলায় মুসলিম শাসন, বাংলায় মোঘল শাসন ইত্যাদি।

  • দেশভাগ (আওয়ামী লীগের গঠন, নামকরণ ও ভূমিকা)।

  • সিপাহী বিদ্রোহ, পলাশীর যুদ্ধ, চিরস্থায়ী বন্দোবস্ত, রামসার কনভেশন প্রভৃতি।

  • ব্রিটিশ শাসনামল, সুফল-কুফল, আন্দোলন সংগ্রাম ও সমাপ্তি।

  • বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বর্তমান সময়ের প্রেক্ষিতে গুরুত্ব, অধরা সংস্কৃতি ইত্যাদি।

  • জাতীয় পতাকা, জাতীয় সংগীত, কেন্দ্রীয় শহিদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবন প্রভৃতি।

  • শালবন বিহার, ময়নামতি, পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ, ওয়ার সিমেট্রি প্রভৃতি।

  • সংবিধানে সাংস্কৃতিক বিষয় সম্পর্কিত অনুচ্ছেদ, সাম্প্রতিক সাংস্কৃতিক অর্জন, পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, বাউলগান, জারিগান, জামদানি প্রভৃতি।

বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি:

  • ভিশন ২০৪১ (সরকারের গৃহীত পদক্ষেপ ও বাস্তবায়নে করণীয়)।

  • আর্থ-সামাজিক উন্নয়ন, মেগাপ্রকল্পসমূহ (আর্থ-সামাজিক প্রভাব), EPZ, BIDA, BEZA, পিপিপি ইত্যাদি।

  • বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-৪১, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, শিল্পনীতি-২০১৬।

  • দারিদ্র বিমোচন, গ্রামীণ উন্নয়ন, সমাজ কল্যাণ ও সামাজিক নিরাপত্তা।

  • বাংলাদেশের উন্নয়নে শিক্ষা, সমাজ ও অর্থনীতি।

  • খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জ্বালানি, বিদ্যুৎ।

  • মানবসম্পদ, মুদ্রানীতি, বৈদেশিক বিনিয়োগ, GDP, GNI, GNP, NNP, PCI।

  • আমার বাড়ি আমার খামার, আশ্রয়ন প্রকল্প, ভৌগোলিক নির্দেশক পণ্য।

  • অর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ (জ্বালানী সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কোভিড-১৯ অতিমারি)।

  • দারিদ্র্য বিমোচন, গ্রামীণ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা।

  • রপ্তানি আয় (তৈরি পোশাক শিল্প, মৎস্য খাত, পর্যটন শিল্প, পাট ও অন্যান্য উদীয়মান শিল্পের ভূমিকা)।

  • অর্থনীতির বিভিন্ন খাত (কৃষি, শিল্প ও সেবাসহ অন্যান্য উপখাত) ও তাঁদের অবদান।

  • ব্লু-ইকোনমির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়।

  • রপ্তানি ও রেমিট্যান্স প্রবৃদ্ধি, পর্যটন শিল্প, চামড়া শিল্প, মৎস খাত, পাট শিল্প, জাহাজ ভাঙ্গা শিল্প, বাজেট, SDG, MDG (প্রেক্ষাপট, বাংলাদেশের সাফল্য ও করণীয়)।


বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা: রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও টেকসইকরণ:

  • বাংলাদেশের পরিবেশ (বৈশিষ্ট্য, দূষণের কারণ, প্রভাব, প্রতিকার ও প্রতিরোধ)।

  • জলবায়ু পরিবর্তন (বাংলাদেশের উপর এর প্রভাব ও প্রতিকারের উপায়)।

  • প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ (কারণ, প্রতিকার ও প্রশমনে করণীয়)।

  • সুন্দরবনের পরিবেশ, নদীদূষণ (কারণ, প্রভাব ও প্রতিকারের উপায়)।

  • বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তি, তিস্তার পানি বণ্টন, ফারাক্কা বাঁধ, ই-বর্জ্য, যৌথ নদী কমিশন, সবুজ অর্থনীতি, SPARSO।

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ: টেকসই ব্যবহার ও ব্যবস্থাপনা:

  • বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ (বিবরণ, ব্যবহারে সীমাবদ্ধতা ও করণীয়)।

  • বাংলাদেশের বনজ ও খনিজ সম্পদ (বিবরণ, সমস্যা-সম্ভাবনা, রক্ষার গুরুত্ব ও করণীয়)।

  • সামুদ্রিক সম্পদ (সম্ভাবনা ও আহরণে করণীয়), কৃষিজ ও মৎস সম্পদ।

  • নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদ।

  • বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ।

  • বিশ্ব ঐতিহ্যে স্বীকৃত বাংলাদেশ প্রাকৃতিক সম্পদসমূহ।

  • পেট্রোবাংলা, বাপেক্স, পিএসসি ও নবায়নযোগ্য জ্বালানী উন্নয়ন কর্তৃপক্ষ, তিতাস গ্যাস কোম্পানি প্রভৃতি।

বাংলাদেশের সংবিধান:

  • বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস/ গণপরিষদ গঠনের ইতিহাস (পটভূমি, ঘটনাক্রম)।

  • মূলনীতিসমূহ, সংবিধানের প্রস্তাবনা (উদ্দেশ্য, গুরুত্ব ও তাৎপর্য)।

  • সাংবিধানিক সংস্থাসমূহ ও পদসমূহ।

  • সরকারি ও বেসরকারি বিল, অর্থবিল, বাজেট।

  • মৌলিক অধিকার, রাষ্ট্রধর্ম, সংবিধানের প্রাধান্য, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ, ধর্মনিরপেক্ষতা, জরুরি অবস্থা, নারীর অধিকার, নাগরিক অধিকারে সমতা, ন্যায়পাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল (সংশ্লিষ্ট ধারাসমূহ)।

  • রাষ্ট্রপরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার ইত্যাদি সংক্রান্ত অধ্যায় ও অনুচ্ছেদসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ ও সংবিধানের তফসিলসমূহ। (প্রশ্নের উত্তর অবশ্যই সংবিধানের বিভিন্ন বিধান অনুসারে হতে হবে)।

  • সংবিধানের অভিভাবক, ব্যাখ্যাকারক, সংশোধন সংক্রান্ত বিধান ও নিয়ম, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী সংক্রান্ত অনুচ্ছেদ ইত্যাদি।

সরকারের অঙ্গসমূহ: আইনসভা, নির্বাহী/শাসন বিভাগ ও বিচার বিভাগ:

(A) আইন বিভাগ (Legislature):

  • বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ (গঠন প্রণালী, ক্ষমতা ও কার্যাবলি)।

  • আইন বিভাগের গঠন, দায়িত্ব, কার্যক্রম, ক্ষমতা ইত্যাদি।

  • আইন প্রণয়ন পদ্ধতি, বিভিন্ন প্রকার বিল, অধ্যাদেশ প্রণয়ন ইত্যাদি।

  • অর্থবিল, অর্থ বিষয়ক ও নিরীক্ষণ ক্ষমতা, সংসদ বিষয়ক বিভিন্ন কমিটি ইত্যাদি।

  • স্পীকার ও ডেপুটি স্পীকার, ন্যায়পাল ইত্যাদি।

  • সংসদের কার্যবিধি, সংসদ অধিবেশন, সংসদে নারী প্রতিনিধিত্ব ইত্যাদি।

  • ককেশাস (Caucuses) বা রাজনৈতিক দলগুলোর সংঘ, প্রতিনিধিত্ব ইত্যাদি।

  • সংসদ সচিবালয় গঠন, দায়িত্ব ও প্রধান ইত্যাদি।

  • রিট, ককাস, কোরাম, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, BPATC, সংসদীয় কমিটি, অ্যামিকাস কিউরি।



(B) নির্বাহী বিভাগ (Executive):

  • রাষ্ট্রপতি (পদের যোগ্যতা, ক্ষমতা, কার্যাবলি, পদের মেয়াদ, দায়মুক্তি, রাষ্ট্রপতির ক্ষমা ও অভিশংসন)।

  • নির্বাহী/শাসন বিভাগের প্রধান/রাষ্ট্রের প্রধান নির্বাহী বা প্রধানমন্ত্রীর ক্ষমতা, দায়িত্ব, কার্যাবলি ও বিধান।

  • মন্ত্রীসভা ও মন্ত্রীপরিষদ।

  • নির্বাহী বিভাগের কার্যনিয়ম (Rules of Business), আমলাতন্ত্র, সচিবালয় ইত্যাদি।

  • বিভিন্ন আইন-প্রয়োগকারী সংস্থা (Law enforcing agencies), টাস্কফোর্স গঠন, বিভিন্ন অভিযান পরিচালনার ক্ষমতা – ইত্যাদি।

  • প্রশাসনিক পুনর্গঠন, প্রশাসনিক বিভিন্ন ইউনিটের সমন্বয়, মোবাইল কোর্ট, প্রশাসনিক কার্যকরম পরিচালনার বিভিন্ন আইন ও বিধি-বিধান ইত্যাদি।

  • জাতীয় ও স্থানীয় সরকার গঠন, ক্ষমতা, কার্যক্রম ইত্যাদি।

  • ক্ষমতার বিকেন্দ্রীকরণ – এই সংক্রান্ত কার্যক্রম, কার্যকারিতা, প্রশাসনিক পুনর্গঠনে সুপারিশ ইত্যাদি।

  • স্থানীয় পর্যায়ের পরিকল্পনা, বাজেট, উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব বন্টনের সুবিধা, রাজস্ব আদায়ের সুবিধা ইত্যাদি।



(C) বিচার বিভাগ (Judiciary):

  • বিচার বিভাগ গঠন, ক্ষমতা, কার্যক্রম ইত্যাদি।

  • হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিভাগ – বিভাগগুলোর গঠন ও ক্ষমতা (বিস্তারিত)।

  • প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ, দায়িত্ব ও ক্ষমতা, মেয়দা ও অপসারণ ক্ষমতা ইত্যাদি।

  • অধস্তন আদালত সমূহ গঠন, দায়িত্ব ও বিধান সমূহ।

  • নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ ও এর গুরুত্ব।

  • জন-গুরুত্ব বিষয়সমূহ-সম্পর্কে আদালতের এখতিয়ার, রিট-পিটিশন, রুল জারির ক্ষমতা ও বিধান ইত্যাদি।

  • সরকারের নির্বাহী বিভাগসহ বিভিন্ন অঙ্গের কার্যক্রম সম্পর্কে বিচারিক পর্যবেক্ষণ (Judicial Review), বিচার নিষ্পত্তি বা মীমাংসা (Adjudication) ইত্যাদি সম্পর্কিত ক্ষমতা।

  • গ্রাম আদালত – ইতিহাস, গঠন, দায়িত্ব, বিলুপ্তি ইত্যাদি।

  • বিকল্প বিরোধ নিষ্পত্তি [Alternative Dispute Resolution (ADR)]।

  • নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ (স্বাধীনতা রক্ষার উপায় ও প্রয়োজনীয়তা)।

  • সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হিসাবে সুপ্রিমকোর্ট – দায়িত্ব, কাজ ও ক্ষমতা ইত্যাদি।

  • যুদ্ধপরাধ ও যুদ্ধাপরাধ-এর বিচার তৎপরতা, আইন, এসম্পর্কে আদালত ও সরকারের ভূমিকা, সংবিধানের বিধান ইত্যাদি।


বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্ক:

  • পররাষ্ট্রনীতি (মুক্তিযুদ্ধকালীন পররাষ্ট্রনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির ব্যাখ্যা, মূলভিত্তি ও প্রণয়নের নিয়ামকসমূহ)।

  • সাম্প্রতিককালে পররাষ্ট্রনীতির সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ।

  • রোহিঙ্গা সংকট (বাংলাদেশ সরকারের অবদান, বর্তমান অবস্থা, ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ)।

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (বাংলাদেশের উপর এর প্রভাব)।

  • জলবায়ু কূটনীতি, বাণিজ্য কূটনীতি ও অর্থনীতি কূটনীতি।

  • ট্রানজিট, করিডোর, ট্রানশিপমেন্ট, ভ্যাকসিন পাসপোর্ট, বাংলাদেশের উন্নয়ন ফোরাম।


রাজনৈতিক দলসমূহ:

  • গণতন্ত্র (পরিচিতি, ধর্মীয় প্রভাব, ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ ও উন্নয়নশীল দেশে গণতন্ত্রের ভবিষ্যৎ)।

  • রাজনৈতিক দল (বৈশিষ্ট্য, কার্যাবলি, দল ও উপদলের পার্থক্য, গণতান্ত্রিক পরিবেশ উন্নয়নে ভূমিকা)।

  • বিরোধী দল (বৈশিষ্ট্য, কার্যাবলি ও বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান অবস্থা)।

  • আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ।

  • নেতৃত্ব, সম্মোহনী নেতৃত্ব, গুণাবলী।

  • রাজনৈতিক অস্থিতিশীলতা, সামরিক হস্তক্ষেপ, ধর্মীয় প্রভাব।

  • সংসদীয় গণতন্ত্র (পরিচিতি, ইতিহাস ও প্রয়োজনীয়তা)।

  • জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি।


বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা:

  • বাংলাদেশের নির্বাচন কমিশন (গঠন প্রক্রিয়া, মেয়াদ, ক্ষমতা, কার্যাবলি ও ভূমিকা)।

  • নির্বাচন (বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া, গণতন্ত্র প্রতিষ্ঠায় এর ভূমিকা)।

  • নির্বাচনি আচরণবিধি, নির্বাচনে নাগরিকের অংশগ্রহণ এবং ভূমিকা।

  • গণপ্রতিনিধিত্ব আদেশ (উল্লেখযোগ্য দিকসমূহ)।

  • নির্বাচনি পর্যবেক্ষক (যোগ্যতা, নিয়োগ ও কার্যাবলি)।

  • বাংলাদেশে গণভোট, ইভিএম, নির্বাচনী আইন, RPO।

  • বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা, জাতীয় এবং স্থানীয় (ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন) নির্বাচন।

  • বাংলাদেশ নির্বাচন কমিশন (গঠন, ক্ষমতা ও কার্যাবলি), অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন কমিশনের দূর্বল দিক এবং চ্যালেঞ্জসমূহ।

  • পৌরসভা নির্বাচন বিধিমালা, গণপ্রতিনিধিত্ব আদেশ।

  • নির্বাচনী ব্যয়, নির্বাচনে সহিংসতা, নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচনের সাম্প্রতিক চিত্র ইত্যাদি।


সাম্প্রতিক যোগাযোগ, মিডিয়া, আইসিটি খাত ও ই-গভর্নেন্স সম্পর্কিত:

  • বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, ব্যবহার ও প্রভাব।

  • ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে চারটি মূল স্তম্ভ।

  • মহাকাশ যুগে পদার্পণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১।

  • তথ্য অধিকার আইন (লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রাধান্য)।

  • সাইবার নিরাপত্তা ও বাংলাদেশ, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮।

  • গণমাধ্যম ও তথ্য প্রযুক্তি।

  • তথ্য অধিকার আইন, এই আইনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রাধান্য।

  • ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, ফাইভ জি যুগে বাংলাদেশ।

  • চতুর্থ শিল্পবিপ্লব (প্রেক্ষাপট, বৈষ্ণিক প্রভাব, সম্ভাবনা ও বাস্তবায়নে করণীয়)।

  • হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, ই-পাসপোর্ট, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল।

  • ই-গভর্নেন্স, ই-কমার্স, ই-লার্নিং, ই-টেন্ডারিং, টেলিমেডিসিন, সাইবার নিরাপত্তা, ই-পাসপোর্ট, জাতীয় তথ্য বাতায়ন, আউটসোর্সিং, ডিজিটাল বাংলাদেশ দিবস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল।

  • শিক্ষায় আইসিটি, আউটসোর্সিং ও বাংলাদেশ, মুক্তপাঠ, জরুরি কল সেবা-৯৯৯, জাতীয় হেল্পলাইন-৩৩৩, কৃষি বাতায়ন ও ফোনসেবা-৩৩৩১।

  • জাতীয় তথ্য বাতায়ন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ই-নথি, ই-নামজারি, একসেবা, একপে, একশপ, মাইগভ প্লাটফর্ম, জিটুপি সিস্টেম, ই-চালান ইত্যাদি।


অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানসমূহ: সুশীল সমাজ, স্বার্থগোষ্ঠী ও এনজিও:

  • সিভিল সোসাইটি/সুশীল সমাজ (সঠিক রূপ, কার্যক্রম, সরকারের সাথে সম্পর্ক ও কাঙ্ক্ষিত ভূমিকা)।

  • এনজিও (মানবাধিকার, অর্থনীতি, সমাজব্যবস্থায় এর প্রভাব ও বাংলাদেশে কর্মরত এনজিওগুলোর কার্যক্রমের বর্ণনা)।

  • চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (ধরণ, কার্যক্রম, ক্ষমতা ও ভূমিকা)।

  • মাইক্রোক্রেডিট, সিটিজেন চার্টার, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল, সুশাসন, পিকেএসএফ, পল্লী সঞ্চয় ব্যাংক।


বিশ্বায়ন ও বাংলাদেশ:

  • বিশ্ব ব্যাংক (গঠন বা সাংগঠনিক কাঠামো, উদ্দেশ্যাবলি, বাংলাদেশের সাথে সম্পর্ক)।

  • আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) এর গঠন, কার্যাবলি।

  • বিশ্ব বাণিজ্য সংস্থা, এডিবি(গঠন, কাঠামো, উদ্দেশ্য, কার্যাবলি)।

  • বাংলাদেশ ও বিশ্বব্যাংক, বাংলাদেশ ও আইএমএফ, বাংলাদেশ ও বিশ্ববাণিজ্য সংস্থা, বাংলাদেশ ও এডিবি।

  • বাংলাদেশের ন্যায় দেশগুলোর প্রেক্ষাপটে আইএমএফের সফলতা ও ব্যর্থতা।

  • বিশ্বায়ন ও বিশ্বায়নের চালিকাশক্তি, বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব।

  • মুক্তবাজার অর্থনীতি এবং এর বৈশিষ্ট্য, বহুজাতিক কোম্পানি এবং এসব কোম্পানির বিভিন্ন শর্তসমুহ।

  • বিশ্বায়ন (পরিচিতি, উৎপত্তি, মূল চালিকা শক্তিসমূহ, বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব)।

  • মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য, প্রভাব, ইতিবাচক-নেতিবাচক দিকসমূহ।

  • Most Favored Nation, PTA, FTA।


বাংলাদেশে লৈঙ্গিক ইস্যু ও উন্নয়ন:

  • বাংলাদেশের প্রেক্ষাপটে নারী-পুরুষের তুলনামূলক মর্যাদা ও ক্ষমতায়নের গুরুত্ব।

  • নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রমের ভূমিকা, এনজিও’র ভূমিকা ও সরকারের পদক্ষেপসমূহ।

  • নারী ক্ষমতায়নের অন্তরায়, নারী নির্যাতন রোধে সরকারের পদক্ষেপ।

  • সংবিধানে নারীর অধিকার, স্থানীয় সরকার ব্যবস্থায় নারী, আর্থ-সামাজিক উন্নয়নে নারী।

  • বাংলাদেশের আন্দোলন সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নারী।

  • নারী সম্পর্কিত গুরুত্বপূর্ণ আইনসমূহ।

  • CEDAW সনদ (মূলনীতি, সনদ বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান)।

  • জেন্ডার বাজেট, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১, নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন, বেইজিং নারী উন্নয়ন কর্মপরিকল্পনা।


মুক্তিযুদ্ধ ও এর পটভূমি:

  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট (১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত ঘটনাবলি)।

  • মুক্তিযুদ্ধে বিশ্ব শক্তির ভূমিকা (ভারত, সোভিয়েত ইউনিয়ন, চীন, যুক্তরাষ্ট্র)।

  • বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি।

  • পূর্ব-পশ্চিম পাকিস্তানে বৈষম্যের স্বরূপ ও বিবরণ।

  • ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ঘটনাবলি, ফলাফল ও রাজনীতিতে প্রভাব।

  • যুক্তফ্রন্ট ও ১৯৫৪ সালের নির্বাচন, নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ ও ফলাফল।

  • পাকিস্তানের সামরিক শাসন ও সামরিক শাসন বিরোধী বিভিন্ন আন্দোলন।

  • বাষট্টির শিক্ষা আন্দোলনের প্রেক্ষাপট, আন্দোলনের ফলাফল ইত্যাদি।

  • ছয়দফা ও ছয়দফা বাস্তবায়নের আন্দোলন, ছয়দফা ইস্যুতে গণ-ঐক্য ও এর গুরুত্ব, প্রভাব, ফলাফল।

  • আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট, ফলাফল, উনসত্তরের গণ-অভ্যুত্থানের কারণ, গণ-আন্দোলনের স্বরূপ, ফলাফল ইত্যাদি।

  • সত্তরের নির্বাচন ও তার ফলাফল, আওয়ামীলীগের বিপুল বিজয়ের কার্যকারণ, রাজনৈতিক পরিবর্তনে ফলাফলের ভূমিকা, মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক ইত্যাদি।

  • ৭ মার্চের ভাষণ ও এর বর্ণনা, গুরুত্ব, স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে গণ জোয়ার তৈরিতে এই ভাষণের ভূমিকা, অসহযোগ আন্দোলনের কারণ, ঘটনাবলির স্বরূপ, ফলাফল।

  • মুজিবনগর সরকার গঠন, নেতৃত্ব, মুক্তিযুদ্ধে এর প্রভাব, মুজিবনগর সরকার গঠনের ফলে বহির্বিশ্বে তাঁর প্রভাব ইত্যাদি।

  • মুক্তিযুদ্ধ ও প্রভাব, মুক্তিযুদ্ধের চেতনার স্বরূপ ও বর্তমান প্রয়োজনীতা ইত্যাদি।

  • পাক-বাহিনীর পরাজয়, বিজয় অর্জন, মুজিবনগর সরকারের স্বদেশ প্রত্যাবর্তন ইত্যাদি।

  • যুদ্ধাপরাধের বিচার (ট্রাইব্যুনাল, তাৎপর্য ও প্রয়োজনীয়তা)।

  • বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ইমডেনিটি অধ্যাদেশ (হত্যাকাণ্ড, মামলা-বিচার)।

  • স্বাধীনতার ঘোষণা, গণহত্যা, অপারেশ জ্যাকপট, অপারেশন সার্চলাইট, রায়েরবাজার বধ্যভূমি, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুজিবনগর স্মৃতিসৌধ, কনসার্ট ফর বাংলাদেশ, মুক্তিবাহিনী, মুজিব বাহিনী, বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরপ্রতীক, যৌথ অভিযান, শহিদ বুদ্ধিজীবী দিবস, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, মুক্তিযুদ্ধে পুলিশ/বিমান বাহিনী/নৌ-বাহিনী/আঞ্চলিক বাহিনীর অবদান, উল্লেখযোগ্য অপারেশন ইত্যাদি।


মোট ২০০

বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS International Affairs Written Syllabus)

বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার এই সিলেবাস টি বিসিএস সাধারণ ক্যাডার, টেকনিক্যাল (প্রফেশনা ক্যাডার) এবং উভয় ক্যাডার (Both Cadre) সবগুলোর জন্যই প্রযোজ্য। বিসিএস লিখিত পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলী এর (সাবজেক্ট কোড: ০০৭) এবং পুর্ণমান ১০০ নম্বর।

টপিকঅন্তর্ভুক্ত বিষয়পূর্ণমান
ধারনাগত সমস্যা
(Conceptual Issues)
আন্তর্জাতিক বিষয়াবলি পরিচিতি:

  • আন্তর্জাতিক সম্পর্ক (সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, বিষয়বস্তু, গুরুত্ব)।

  • আন্তর্জাতিক রাজনীতি (পরিধি, বিষয়বস্তু, পাঠের প্রয়োজনীয়তা, নিয়ন্ত্রক উপাদানসমূহ)।

  • আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য।

  • আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব; আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদ, আচরণবাদ, বহুত্ববাদ ও উদারনীতিবাদ;

  • স্নায়ুযুদ্ধ (পরিচিতি, উৎপত্তির স্বরূপ, কারণসমূহ ও পরবর্তী বিশ্ব পরিস্থিতি)।

  • Clash of Civilization, UDHR, CEDAW, Shadow Pandemic, ম্যাগনা কার্টা, ক্যাম্প ডেভিড চুক্তি প্রভৃতি।


১২ টি প্রশ্ন থেকে ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৪X১০) = ৪০ নম্বর
বিশ্বের কারকসমূহ:

  • আধুনিক রাষ্ট্র (পরিচিতি, প্রকৃতি, উপাদান, উদ্দেশ্য, কার্যাবলি, প্রকারভেদ)।

  • রাষ্ট্র (চতুর্থ স্তম্ভ, শ্রেণিবিভাগ)।

  • পরিচিতি: বহুজাতিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, নৈতিক রাষ্ট্র, স্যাটেলাইট স্টেট, বাফার স্টেট, ভাসাল রাষ্ট্র, পুতুল রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র, ভঙ্গুর রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র।

  • সার্বভৌমত্ব (সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ)।

  • পার্থক্য: সরকার ও রাষ্ট্র, ফেডারেশন ও কনফেডারেশন, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ও নিরঙ্কুশ রাজতন্ত্র, দেশ-জাতি ও রাষ্ট্র, সার্বভৌমত্ব ও সার্বভৌম সমতা, ডি-জুরি ও ড-ফ্যাক্টো সার্বভৌমত্ব।

  • নন-স্টেট অ্যাক্টরস (সংজ্ঞা, ক্ষমতা ও প্রকারভেদ);

  • বহুজাতিক সংস্থা (সংজ্ঞা, বৈশিষ্ট্য)।

  • BRICS, ব্রেটন উডস প্রতিষ্ঠানসমূহ, WTO, ASEAN, NAM, IAEA, D-8, Interpol, GCC, CIRDAP, WIPO, UNCTAD, OPEC, ECOSOC, OIC, BIMSTEC, SAARC, আরব লীগ প্রভৃতি।


ক্ষমতা ও নিরাপত্তা:

  • শক্তি বা ক্ষমতা, শক্তির রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি বা ক্ষমতা;

  • জাতীয় শক্তি, জাতীয় শক্তির উপাদানসমূহ;

  • Soft Power, Hard Power, Sharp Power, Super Power; Soft Power, Hard Power এর মধ্যে পার্থক্য;

  • নিরাপত্তা: জাতীয়, অপ্রচলিত, যৌথ বা সমষ্টিগত এবং অ-গতানুগতিক নিরাপত্তা;

  • নিরাপদ আচরণ, জাতি নিধন, মানব নিরাপত্তা, অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকি;

  • মৈত্রী চুক্তি এবং নিরাপত্তা চুক্তি;

  • ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্রের বৈশিষ্ট্য, মানব সভ্যতার উপর পারমানবিক অস্ত্রের ব্যবহার;

  • জাতিসংঘের শান্তিরক্ষা, সন্ত্রাসবিরোধী ইসলামি সামরিক জোট;

  • শক্তি-সাম্য এর কৌশলসমূহ;

  • ছায়া যুদ্ধ, বাফার স্টেট, জোট নিরপেক্ষতা, নিরস্ত্রীকরণ;

  • বিভিন্ন নিরাপত্তা ও নিরিস্ত্রীকরণ চুক্তি - NPT, CTBT, SALT-1, SORT, START-1, NEW START;

  • ভূ-রাজনীতি এবং তার উপাদানসমূহ;

  • সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, রাষ্ট্রীয় সন্ত্রাস, ধর্মীয় সন্ত্রাস প্রভৃতি।


প্রধান প্রধান ধারণা ও মতাদর্শসমূহ:

  • জাতীয়তাবাদ (সংজ্ঞা, প্রকৃতি, তাৎপর্য, উপাদান, ধরন, বৈশিষ্ট্য);

  • বিশ্বজনীনবাদ, জাতিগত প্রাধান্য, সামাজ্যবাদ, পুঁজিবাদী সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ, নব্য-উপনিবেশবাদ, আধুনিকতাবাদ, উত্তর আধুনিকতাবাদ, পুঁজিবাদ;

  • বিশ্বায়ন (সংজ্ঞা, চালিকাশক্তি, কারণ, ফলাফল);

  • নয়া বিশ্বব্যবস্থা (উৎপত্তির কারণ, স্বরূপ, বৈশিষ্ট্য);

  • স্বল্পোন্নত দেশ, নিম্ন আয়ের দেশ, উন্নয়নশীল দেশ (পরিচিতি, বৈশিষ্ট্য) প্রভৃতি।

বৈদেশিক নীতি ও কূটনীতি:


  • পররাষ্ট্রনীতি (সংজ্ঞা, নিয়ামক, উপাদান, বৈশিষ্ট্য);

  • জাতীয় লক্ষ্য, জাতীয় স্বার্থ (পরিচিতি ও পররাষ্ট্রনীতি প্রণয়নে এদের ভূমিকা);

  • কূটনীতি, বিচ্ছিন্নতা, কূটনীতিকের কাজ, কূটনৈতিক শ্রেণিবিভাগ;

  • ব্যাকচ্যানেল কূটনীতি, দ্বৈত ট্রাক কূটনীতি, গোপন কূটনীতি, জনকূটনীতি, কর্পোরেট কূটনীতি, সফট পাওয়ার কূটনীতি, পিংপং কূটনীতি, গানবোট কূটনীতি, প্রতিরোধ কূটনীতি, সামরিক কূটনীতি, সাংস্কৃতিক কূটনীতি, গণতান্ত্রিক কূটনীতি, ঋণ-ফাঁদ কূটনীতি, ব্যক্তিগত কূটনীতি, নেকড়ে যোদ্ধা কূটনীতি (সংজ্ঞা ও মূল বৈশিষ্ট্য);

  • পররাষ্ট্রনীতি গ্রহণে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া ও এর ধাপসমূহ;

  • হাই কমিশনার ও অ্যাম্বেসেডরের মধ্যে, Embassy & Consulate এর মধ্যে, দাঁতাত ও আঁতাতের মধ্যে পার্থক্য;

  • কূটনৈতিক ব্যাগ, কূটনৈতিক সুরক্ষা;

  • মার্শাল প্লান, সানশাইন পলিসি, আটলান্টিক সনদ, বুশ ডক্ট্রিন, মনরো ডকট্রিন, লুক ইস্ট পলিসি, চিকেন গেম পলিসি, ডমিনো থিউরি, গ্লাসনস্ত ও পেরেস্ত্রেইকা প্রভৃতি।




আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক:


  • আন্তর্জাতিক বাণিজ্য (সংজ্ঞা, বৈশিষ্ট্য, Most Favored Nation);

  • মুক্ত বাণিজ্য, মুক্তবাজার অর্থনীতি (পক্ষে ও বিপক্ষে যুক্তি);

  • সংরক্ষণবাদ, বাস্তবায়নের কৌশল;

  • বৈদেশিক সাহায্য, ঋণ সংকট, বৈশ্বিক দারিদ্র্য, বর্তমান বিশ্বে খাদ্য সংকট, উত্তর-দক্ষিণ ব্যবধান;

  • নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক অবরোধ;

  • অর্থনৈতিক উদারতাবাদ, নয়া অর্থনৈতিক উদারতাবাদ;

  • আঞ্চলিকতাবাদ, আঞ্চলিকীকরণ, ফাংশানিজম, আঞ্চলিক সংহতি, বিশ্বায়ন;

  • এমডিজি, এসডিজি, ৪র্থ শিল্পবিপ্লব, আন্তর্জাতিক সমুদ্র আইন, সমুদ্র অর্থনীতি;

  • কপিরাইট, ডাম্পিং পলিসি, ট্রেডমার্ক, ট্রিপস, ট্যারিফ, বেল্ট এন্ড রোড ইনশিয়েটিভ;

  • করিডোর, ছিটমহল, কার্টেল, কোটা, লাইসেন্স, টিকফা, TFA, Foreign Aid, Debt Crisis, FDI, ট্যাক্স, কাস্টমস, GSP, GST, SDR, Patent, রুলস অব অরিজিন, কৃতীসত্ত্ব, ক্রয়ক্ষমতা (সংজ্ঞা ও পারস্পরিক পার্থক্য) প্রভৃতি;

  • প্রত্যক্ষ ও পরোক্ষ কর, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস;

  • আমদানি পারমিট, এলসি, মুদ্রানীতি, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, মুদ্রার অবমূল্যায়ন প্রভৃতি।



বৈশ্বিক পরিবেশ:


  • গ্রিন হাউজ ইফেক্ট (কারণ, প্রভাব ও প্রতিকারের উপায়);

  • ওজোন স্তর ক্ষয় (সংজ্ঞা, প্রক্রিয়া);

  • জলবায়ু পরিবর্তন, বৈষ্ণিক উষ্ণায়ন (পরিচিতি, কারণ, প্রতিক্রিয়া ও প্রতিরোধের উপায়);

  • জলবায়ু কূটনীতি, জলবায়ু শরণার্থী (পরিচিতি ও মূলকথা);

  • বিপজ্জনক বর্জ্য ও ই-বর্জ্য;

  • COP-22, COP-26, রিও ঘোষণা, UNFCCC, কিয়োটো প্রটোকল, মন্ট্রিল প্রটোকল, কার্টাগেনা প্রটোকল, বহুপাক্ষিক পরিবেশগত চুক্তি, নবায়নযোগ্য শক্তি, সবুজ অর্থনীতি, গ্রিন পিস।

পরীক্ষামূলক সমস্যা
(Empirical Issues)
জাতিসংঘ:


  • জাতিসংঘ (গঠনের পটভূমি, কার্যাবলি, সাফল্য ও ব্যর্থতা, মহাসচিবের ক্ষমতা ও কার্যাবলি);

  • জাতিসংঘের সনদ অনুসারে নিরাপত্তা পরিষদের গঠন ও মূল দায়িত্ব;

  • জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সাফল্য ও বাংলাদেশের অংশগ্রহণ;

  • আন্তর্জাতিক আদালত (গঠন, ক্ষমতা ও কার্যাবলি);

  • পরিবেশগত এজেন্ডা, মানবাধিকার এজেন্ডা;

  • শরণার্থী সংকট মোকাবেলায়, নারীর ক্ষমতায়নে ও আন্তর্জাতিক বিরোধ মীমাংসায় জাতিসংঘের ভূমিকা।

৪ টি প্রশ্ন থেকে ৩ টি প্রশ্নের উত্তর দিতে হবে। (৩X১৫) = ৪৫ নম্বর

ক্ষমতাধর রাষ্ট্রসমূহের বৈদেশিক সম্পর্ক:


  • যুক্তরাষ্ট্র ও চীন (সম্পর্ক, বাণিজ্য যুদ্ধ, দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে বিরোধিতা);

  • চীন ও ভারতের সম্পর্ক;

  • চীন-তাইওয়ান নীতি;

  • ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান;

  • BRI, One Belt One Road;

  • বর্তমান বাইডেন প্রশাসনের পরিবর্তনের ইস্যুসমূহ।


বৈশ্বিক উদ্যোগ ও প্রতিষ্ঠানসমূহ:


  • বিশ্ব বাণিজ্য সংস্থা (উৎপত্তি, বিকাশ, কার্যক্রম, নীতিমালা ও ভূমিকা);

  • বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (উৎপত্তি, বিকাশ, কার্যক্রম, নীতিমালা ও ভূমিকা);

  • এশীয় উন্নয়ন ব্যাংক (উৎপত্তি, বিকাশ, কার্যক্রম, নীতিমালা ও ভূমিকা);

  • ব্রিকস, আইডিবি, AIIB, NDB;

  • জি-৭, জি-২০, জি-৭৭ (উৎপত্তি, বিকাশ, কার্যক্রম);

  • কিয়োটা প্রটোকল চুক্তি, জলবায়ু পরিবর্তনে কপ (COP) এর পদক্ষেপ প্রভৃতি।


আঞ্চলিক প্রতিষ্ঠানসমূহ:


  • সার্ক (অবদান, সাফল্য-ব্যর্থতা, সনদ পরিবর্তনে পরামর্শ ও বর্তমান অবস্থা);

  • ন্যাম (গঠন, কার্যক্রম, অবদান ও কার্যকর করার জন্য পরামর্শ);

  • ইউরোপীয় ইউনিয়ন (বিকাশ ও সম্প্রসারণ);

  • ও আই সি (গঠন, কার্যাবলি, মুসলমানদের স্বার্থরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা);

  • ওপেক (গঠন, পটভূমি, উদ্দেশ্য, অবদান ও সম্ভাবনা);

  • ASEAN, BIMSTEC, EU, ASEAN, APEC, AU, GCC, Common Wealth, RCEP (গঠন, উদ্দেশ্য, কার্যক্রম, সাফল্য-ব্যর্থতা);

  • NATO (উদ্দেশ্য ও কার্যপ্রণালি);

  • দক্ষিণ এশীয় বাণিজ্য চুক্তি: SAPTA, SAFTA;

  • AFTA ও অন্যান্য আঞ্চলিক অর্থনৈতিক ও সহযোগীতা চুক্তি প্রভৃতি।


বিশ্বের প্রধান ইস্যু ও দ্বন্দ্বসমূহ:


  • মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান ও সৌদি আরবের প্রতিদ্বন্দ্বিতার কারণ, প্রভাব, ফলাফল ও এতে মার্কিন ও রাশিয়ার ভূমিকা;

  • অভিবাসন ও উন্নয়ন (সিরিয়া সংকটের প্রেক্ষিতে);

  • ইরানের পারমাণবিক শক্তি অর্জনের প্রচেষ্টা ও বর্তমান অবস্থা;

  • কাশ্মীর ইস্যুতে ভারত বনাম পাকিস্তান;

  • মধ্যপ্রাচ্যের কুর্দি সমস্যা, ভূরাজনীতিতে মধ্যপ্রাচ্যের গুরুত্ব, মধ্যপ্রাচ্য সংকট।

  • ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্ব; (যুক্তরাষ্ট্র-জাতিসংঘের ভূমিকা, ওআইসির ভূমিকা);

  • আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, তালেবান সরকারের উত্থান ও প্রভাব;

  • যুক্তরাষ্ট্র-চীন মুখোমুখি (উত্তর কোরিয়া সংকট প্রেক্ষিত);

  • ডোকলাম ইস্যুতে মুখোমুখি চীন-ভারত;

  • দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতি, আরব বিশ্বের পরিস্থিতি, ভূমধ্যসাগরীয় অঞ্চলের সংকট।

  • তুরস্কের উত্থান, উত্তর কোরিয়া সংকট; আইক্যান (ICAN) এর গঠন, উদ্দেশ্য;

  • চীনের প্রভাব রোধে যুক্তরাষ্ট্রের উদ্যোগে আইএসপি গ্রহণ।


দক্ষিণ এশিয়ার রাজনীতি:


  • শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকট;

  • রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ-মায়ানমার দ্বিপাক্ষিক সমস্যা;

  • বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক (পানি বণ্টন, এশিয়ান হাইওয়ে);

  • ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় এর প্রভাব;

  • দক্ষিণ এশিয়ায় জ্বালানি সংকট;

  • দক্ষিণ এশিয়ায় ভূখন্ডগত সমস্যা, জাতি গঠনের সমস্যা, ধর্মীয় উগ্রবাদিতা, শান্তি ও নিরাপত্তার হুমকিসমূহ।

  • ভারত-পাকিস্তান সম্পর্ক;

  • এশিয়ান হাইওয়ে, বিসিআইএম অর্থনৈতিক করিডোর;

  • বাংলাদেশের সমুদ্র সীমানা বিরোধ;

  • ভারত মহাসগরের কৌশলগত গুরুত্ব প্রভৃতি।


আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ:


  • বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যসমূহ, অর্থনৈতিক কূটনীতি;

  • ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব;

  • বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সমস্যা ও সম্ভাবনা;

  • বিদেশের বাজারে দক্ষ জনশক্তি প্রেরণ (প্রয়োজনীয়তা, ভূমিকা ও কৌশল);

  • আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চ্যালেঞ্জ, অর্জন ও সম্ভাবনা;

  • বাংলাদেশ-চীন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক;

  • স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ।


সমস্যা সমাধান
(Problem Solving)

  • রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের করণীয়;

  • ভারত ও মায়ানমারের সাথে সমুদ্রবিরোধ নিষ্পত্তি;

  • পাকিস্তানের নিকট থেকে ক্ষতিপূরণ আদায়ে করনীয়;

  • ভারতীয়-বাংলাদেশ সীমান্তে হত্যাকান্ড বন্ধে করণীয়;

  • কোভিড পরবর্তী বিশ্ব-অর্থনৈতিক পরিস্থিতি: বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ;

  • মেগাপ্রকল্পে বড় অংকের আমদানি বাণিজ্য ঘাটতির কারণ;

  • চীন-ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন;

  • এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তি: সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ;

  • চলমান জ্বালানি সংকট: দক্ষিণ এশীয় ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট;

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব;

  • ন্যাটোর সম্প্রসারণ;

  • চীন বা ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য করণীয়;

  • জলবায়ু সমস্যা সমাধানে করণীয়;

  • মধ্যপ্রাচ্য সঙ্কট সমাধানে করণীয়;

  • আফগানিস্তান পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কৌশল ইত্যাদি।

১৫
মোট১০০

বিসিএস ইংরেজি লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS English Written Syllabus)

বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজি সিলেবাস টি সাধারণ এবং পেশাগত উভয় ক্যাডারের জন্যই প্রযোজ্য। বিসিএস লিখিত পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের (সাবজেক্ট কোড: ০০৩) এবং মোট পূর্ণমান ২০০ নম্বর।

TopicInclude SubjectsMarks
Part A1. Reading Comprehension:

An unseen passage dealing with a topic relevant to our times will be set. Candidates will be required to answer (a) a number of thematic questions that will test their understanding of the passage (30 marks), and (b) a number of questions related to grammar and usage. (30 marks)
60
2. Candidates will be required to write a summary of the given passage in their own words within 100 words60
3. Candidates will have to write a letter relating to the thematic issue of the given passage to the editor of an English newspaper.20
Part B1. Candidates will be required to compose an essay on a topic related to an issue of topical relevance. The essay must conform to the word limit set and must convey a candidate's ability to express his or her ideas clearly and correctly in English as well as reflect and analyze a topic of contemporary interest.50
2. Translation from English into Bangla and Bangla into English:

Candidates will be required to translate a short passage from Bangla into English and another from English into Bangla
(25+25) = 50
Total200

বিসিএস গাণিতিক যুক্তি লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS Math Written Syllabus)

বিসিএস লিখিত পরীক্ষার গাণিতিক যুক্তি সিলেবাসের পূর্ণমান ৫০ নম্বর এবং (বিষয়কোড: ০০৮)। মূল পরীক্ষায় গাণিতিক যুক্তি পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় থাকে। এই সিলেবাস টি বিসিএস সাধারণ ক্যাডার, টেকনিক্যাল (প্রফেশনাল ক্যাডার) এবং উভয় ক্যাডার সকলের জন্যই প্রযোজ্য।

টপিকপূর্ণমান
পাটিগণিত ও বীজগণিতীয় সরলীকরণ
ঐকিক নিয়ম, গড়, সরল ও যৌগিক মুনাফা, শতকরা, অনুপাত-সমানুপাত, লাভ-ক্ষতি, ল.সা.গু ও গ.সা.গু।
বীজগণিতীয় সূত্রাবলি, বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ, একঘাত ও দ্বিঘাত সমীকরণ, একঘাত ও দ্বিঘাত অসমতা।
দুই ও তিনচলক বিশিষ্ট রৈখিক সমীকরণ পদ্ধতি।
সূচক ও লগারিদম।
সমান্তর ও গুনোত্তর ধারা, অনুক্তম।
রেখা, কোণ ও ত্রিভুজ সম্পর্কিত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য ও অনুসিদ্ধান্ত।
ক্ষেত্রফল সম্পর্কীত উপপাদ্য, পরিমিতি, সরলক্ষেত্র ও ঘনবস্তু।
স্থানাঙ্ক জ্যামিতি: দূরত্ব ও সরলরেখার সমীকরণ।
ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব ও উচ্চতাবিষয়ক সমস্যা।
সেটের সূত্র ও ভেনচিত্র।
গণনার মূলনীতি: বিন্যাস, সমাবেশ ও সম্ভাব্যতা।
মোট৫০

বিসিএস সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS General Science and Technology Written Syllabus):

বিসিএস লিখিত পরীক্ষার সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি অংশের লিখিত পরীক্ষার (সাবজেক্ট কোড: ০১০) এবং পূর্ণমান ১০০ নম্বর। এই সিলেবাসটি ৩ টি অংশে বিভক্ত। যথা:

১। সাধারণ বিজ্ঞান (৬০ নম্বর)।
২। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (২৫ নম্বর)।
৩। ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক প্রযুক্তি (১৫ নম্বর)।

বিসিএস সাধারণ বিজ্ঞান লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস
টপিকঅন্তর্ভুক্ত বিষয়পূর্ণমান
আলো আলোর প্রকৃতি, বর্ণালি, বিভিন্ন রং ও তরঙ্গ দৈর্ঘ্য, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি ও লেজার, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর বিচ্চুরণ, লেন্স, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর কণাতত্ত্ব, আইনস্টাইনের ফটোতড়িৎ সমীকরণ, আলোক কোষ প্রভৃতি।
শব্দশ্রবণ কৌশল, ডেসিবেল, কম্পাঙ্ক, বিভিন্ন ধরনে শ্রবণ যন্ত্র (টেপ রেকর্ডার, লাউড স্পিকার, মাইক্রোফোন), জনসমাগমে শব্দ ব্যবস্থা (শব্দ দূষণ কারণ, প্রভাব, প্রতিকার প্রভৃতি), শব্দ স্বরের বৈশিষ্ট্য, টানা তারে স্থির তরঙ্গ সৃষ্টি; আড় কম্পনের সূত্রাবলি, স্বরকম্প, ডপলার ক্রিয়া, ডপলার ক্রিয়ার প্রয়োগ ও সীমাবদ্ধতা, প্রতিধ্বনি, বাদুরের চলাচল, শব্দ তরঙ্গের শোষণ, অনুরণন, শ্রবণযোগ্যতা করণের মূলনীতি, সাবাইনের সূত্র প্রভৃতি।
চুম্বকত্বচুম্বক ও চুম্বকত্ব, চৌম্বক ও অচৌম্বক পদার্থ, চৌম্বকের পোলারিটি এবং বিদ্যুতের সাথে সম্পর্ক, দন্ড চুম্বক, চৌম্বক বলরেখা, চৌম্বকক্ষেত্রে দন্ড চুম্বকের টর্ক, দন্ড চুম্বক হিসেবে পৃথিবীর চুম্বকক্ষেত্র, তড়িৎ চুম্বক, বার ম্যাগনেট, ট্যানজেন্ট গ্যালভানোমিটার, কম্পন ম্যাগনেটোমিটার, ডায়া, প্যারা, ফেরোম্যাগনেটিক পদার্থ, তড়িৎ চুম্বক ও স্থায়ী চুম্বক প্রভৃতি।
অম্ল, ক্ষার ও লবণঅম্ল-ক্ষারকের ধারণা, বিভিন্ন মতবাদ, অম্ল-ক্ষারের বৈশিষ্ট্য, ধর্ম, ব্যবহার, অম্ল-ক্ষার নির্দেশক, দৈনন্দিন জীবনে অম্ল-ক্ষারের ব্যবহার ও সাবধানতা, এসিড বৃষ্টি, এসিডের অপব্যবহারের সামাজিক প্রভাব, পাকস্থলিতে অম্লত্বের কারণ এবং সঠিক খাধ্য নির্বাচন, pH, pH পরিমাপ ও গুরুত্ব, কৃষি জমিতে pH এর গুরত্ব, লবণের বৈশিষ্ট্য, ধর্ম, ব্যবহার, দৈনন্দিন জীবনে লবণের ব্যবহার, প্রয়োজনীয়তা; কৃষি ও শিল্পক্ষেত্রে লবণের ব্যবহার প্রভৃতি।

পানিপানির ধর্ম, পানির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, পানির তড়িৎ পরিবাহিতা; পানির গঠন, হাইড্রোজেন বন্ধন, পানির উৎস, বাংলাদেশে মিঠা পানির উৎস, পানির মানদন্ড (বর্ণ, স্বাদ, ঘোলা হওয়া, তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, ময়লা-আবর্জনার উপস্থিতি, দ্রবীভূত অক্সিজেন, BOD, COD, TDS, DO, তাপমাত্রা, pH এবং লবণাক্ততা), পানির রিসাইক্লিং, পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা, মানসম্মত পানির প্রয়োজনীয়তা, পানির বিশুদ্ধকরণ (পরিস্রাবণ, ক্লোরিনেশন, স্ফুটন ও পাতন প্রভৃতি), পানি দূষণ, দূষণের কারণ, প্রভাব, দূষণ প্রতিরোধ ও কৌশল, জনসচেতনতা প্রভৃতি, মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব, পানির উৎস সংরক্ষণ ও উন্নয়ন প্রভৃতি।
আমাদের সম্পদমাটি, মাটির প্রকারভেদ, মাটির গঠন, মাটির বৈশিষ্ট্য, মাটির pH, বাংলাদের বিভিন্ন অঞ্চলের মাটি ও মাটি সংক্রান্ত বিভিন্ন বিদ্যা, মাটি ক্ষার ও অম্ল হওয়ার কারন, বাফারিং, মাটি দূষণের কারণ, প্রভাব, প্রতিরোধ, প্রাকৃতিক গ্যাস ও এর প্রধান উপাদান; প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ও কয়লার উৎস, প্রক্রিয়াকরণ ও ব্যবহার, বনপালনবিদ্যা, আমাদের সম্পদের সীমাবদ্ধতা ও সংরক্ষণ প্রভৃতি।
পলিমারপ্রাকৃতিক ও কৃত্রিম পলিমার; পলিথিন, টেফলন, পিভিসি ইত্যাদি সংশ্লেষণ, ব্যবহার ও পরিবেশের উপর তাদের ভূমিকা, এদের ব্যবহার ও উৎস, প্রস্তুতকরণ; পলিমারকরণ পদ্ধতি, তন্তু, সিল্ক, পশম, নাইলন, ও রেয়নের প্রস্তুতপ্রণালি, বৈশিষ্ট্য ও ব্যবহার, রাবার ও প্লাস্টিকের ভৌত ও রাসায়নিক ধর্ম; এদের ব্যবহার, পরবিবেশ ভারসাম্যহীনতা রাবার ও প্লাস্টিকের ভূমিকা; রাবার ও প্লাস্টিক ব্যবহারে সাবধানতা প্রভৃতি।
বায়ুমন্ডলজীবমন্ডল, আয়োনোস্ফিয়ার ও বারিমন্ডল; বায়ু, বায়ুর উপাদান, আবহাওয়া ও জলবায়ু, অক্সিজেন, কার্বন-ডাই- অক্সাইড ও নাইট্রোজেনের ভূমিকা; গ্রিন হাউজ গ্যাস, বৈশ্বিক উষ্ণায়ন, ওজোন ও ওজোনস্তর; নাইট্রোজেন চক্র, পানযোগ্য ও দূষিত পানি, পাস্তুরাইজেশন প্রভৃতি।
খাদ্য ও পুষ্টিখাদ্যের বিভিন্ন উপাদান; প্রোটিন; স্নেহ ও লিপিড; শর্করা; ভিটামিন; শর্করা ও প্রোটিনের প্রকারভেদ ও উৎস; রাফেজ, পুষ্টি মান; সুষম খাদ্য উপাদান তালিকা; সুষম খাদ্যের পিরামিড; বডি মাস ইনডেক্স (BMI), জাঙ্ক ফুড, খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি; খাদ্য সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক উপাদানের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া প্রভৃতি।
বায়োটেকনলজিক্রোমোসোম; তার আকার, গঠন, প্রকারভেদ এবং রাসায়নিক গঠন, নিউক্লিয়িক এসিড, ডিএনএ, আরএনএ, প্রোটিন, জিন, ডিএনএ টেস্ট, ফরেনসিক টেস্ট, মানুষের জেনেটিক বিশৃঙ্খলা, জীবপ্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্লোনিং ও ক্লোনিংয়ের সামাজিক প্রভাব; ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণি, কৃষি, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ও ঔষধ শিল্পে জীব প্রযুক্তির ব্যবহার।
রোগ ও স্বাস্থ্যসেবাসংক্রমণ, এন্টিবায়োটিক, স্ট্রোক, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ডেংগু ,ডায়রিয়া, মাদকাসক্তি, ভ্যাকসিনেশন, ফুড পয়েজনিং, কেমোথেরাপি, রেডিওথেরাপি, সিটিস্ক্যান, এম আর আই, এইডস, ক্যান্সার প্রভৃতি।
মোট৬০
বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস (Computer and Information Technology)
টপিকঅন্তর্ভুক্ত বিষয়পূর্ণমান
কম্পিউটার টেকনোলজি (Computer Technology)কম্পিউটার সংগঠন ও কার্যাবলি, কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রজন্ম, সিপিইউ ও তার অংশ, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, কম্পিউটার মেমরি, ইনপুট ও আউটপুট ডিভাইস, বায়োস, বাস আর্কিটেকচার, অনুবাদক প্রোগ্রাম, টেক্সট এডিটর; প্রোগ্রামিং ভাষা, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, অফিস অটোমেশন, কম্পিউটার ভাইরাস, দৈনন্দিন জীবনে কম্পিউটারের প্রভাব প্রভৃতি।
তথ্য প্রযুক্তি
(Information Technology)
ডাটা ও ডাটা কমিউনিকেশন, তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বন্টন, ডাটাবেজ সফটওয়্যার ও কাঠামো, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, মাল্টিমিডিয়া সিস্টেম, হার্ডওয়্যার ও সফটওয়্যার, LAN, MAN, WAN, GPS, টপোলজি, নেটওয়ার্কিং ডিভাইস (রাউটার, সুইচ, হাব প্রভৃতি), প্রোটোকল, ইন্ট্রানেট, এক্সট্রানেট, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, WWW, ওয়েব প্রযুক্তি, জনপ্রিয় ওয়েবসাইটসমূহ, ক্লাউড কম্পিউটিং, ইমেইল, ডাটাবেজ, সাইবার নিরাপত্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম, ট্রান্সমিশন মিডিয়া, ব্যান্ডউইথ, অপটিক্যাল ফাইবার, ওয়াইফাই, টেলিকমিউনিকেশন এবং স্যাটেলাইট যোগাযোগ, ভিস্যাট; ই-কমার্স, সাম্প্রতিক আলোচিত তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ প্রভৃতি।
মোট:২৫
বিসিএস ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক টেকনোলোজি লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (BCS Electrical and Electronic Technology Written Syllabus)
টপিকঅন্তর্ভুক্ত বিষয়পূর্ণমান
ইলেক্ট্রিক্যাল প্রযুক্তিবৈদ্যুতিক উপাদান, ভোল্টেজ, কারেন্ট, ওহমের আইন, বৈদ্যুতিক শক্তি এবং শক্তি, ইলেক্ট্রোম্যাগনেট এবং চৌম্বক ক্ষেত্র, ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সার্কিট ব্রেকার, জিএফসিআই এবং ফিউজ, পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং সিরিজ সার্কিট, একটি সিরিজের ভোল্টেজ সোর্স, কিরচফের ভোল্টেজ আইন, একটি সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভিশন, সিরিজের উপাদান বিনিময়, ভোল্টেজ নিয়ন্ত্রণ এবং ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ প্রতিরোধ, সমান্তরাল প্রতিরোধক, সমান্তরাল সার্কিট, বিদ্যুৎ বিতরণ একটি সমান্তরাল সার্কিট, কিরচফের বর্তমান আইন, খোলা এবং শর্ট সার্কিট, এসি এবং ডিসি ভোল্টেজের উত্পাদন, তাপ, জলবাহী এবং পারমাণবিক শক্তি উৎপাদক। বৈদ্যুতিক মোটর এবং তাদের অ্যাপ্লিকেশন। ট্রান্সফরমার, এসি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, বৈদ্যুতিক যন্ত্র, ভোল্টেজ স্টেবিলাইজার, আইপিএস এবং ইউপিএস।
ইলেকট্রনিক্স প্রযুক্তিইলেকট্রনিক উপাদান, এনালগ এবং ডিজিটাল সিগন্যাল, এনালগ ইলেকট্রনিক ডিভাইস, পরিবর্ধক এবং oscillators, প্রতিরোধ, প্রতিরোধক ধরনের, conductance, ohmmeters, ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটারস, Inductors, Inductance, Sinusoidal অল্টারনেটিং, ওয়েভফর্মস, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, সাইনোসয়েডাল ওয়েভফর্ম, সাইনোসয়েডাল ভোল্টেজের সাধারণ বিন্যাস বর্তমান, ফেজ রিলেশনস, দ্য বেসিক এলিমেন্টস অ্যান্ড ফ্যাসারস, বেসিক আর, এল এবং সি এর প্রতিক্রিয়া, একটি সাইনোসয়েডাল ভোল্টেজের উপাদান বা বর্তমান, মৌলিক উপাদানগুলির ফ্রিকোয়েন্সি প্রতিক্রিয়া, গড় শক্তি এবং পাওয়ার ফ্যাক্টর, জটিল সংখ্যা, আয়তক্ষেত্রাকার ফর্ম, পোলার ফর্ম, ফর্মের মধ্যে রূপান্তর, প্রতিবন্ধকতা এবং ফ্যাসার ডায়াগ্রাম, 3 ফেজ সিস্টেমের ভূমিকা, জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের প্রাথমিক ধারণা, ক্ষমতার বিভিন্ন স্তর, এর প্রাথমিক ধারণা ট্রান্সফরমার, রেডিও, টেলিভিশন এবং রাডার। ডিজিটাল ডিভাইস এবং ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট, ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিটের প্রভাব, কাউন্টার এবং ডিজিটাল ডিসপ্লে ডিভাইস, ডিজিটাল যন্ত্র।
মোট১৫

বিসিএস টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডারের লিখিত পরীক্ষার সিলেবাস (BCS Technical / Professional Cadre Written Exam Syllabus):

যেসব প্রার্থী ক্যাডার চয়েস লিস্ট সাজানোর সময় টেকনিক্যাল / প্রফেশনাল ক্যাডার / স্বাস্থ্য ক্যাডার চয়েজ করে আবেদন করেন, তাদের সাধারণ ক্যাডারের সিলেবাসে অন্তর্ভুক্ত বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা – বিষয়ের (মোট ৭০০ নম্বরের) পরীক্ষা ছাড়াও নিজের স্নাতক / সমমানের পর্যায়ে অধ্যয়নকৃত বিষয় থেকে আরও ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।

আবার যেসব প্রার্থী উভয় ক্যাডার (Both Cadre) সিলেক্ট করে আবেদন করেন তাদের ক্ষেত্রে সাধারাণ ক্যাডারের সম্পূর্ণ সিলেবাস (অর্থাৎ ৯০০ নম্বর) ছাড়াও নিজের স্নাতক / সমমানের পর্যায়ে অধ্যয়ন করা বিষয় থেকে আরও ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।

বিষয়ভিত্তিক এই ২০০ নম্বরের পরীক্ষার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক মোট ৮৪ টি বিষয়ের উপর বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন দেওয়া হয়েছে। চলুন এই সিলেবাস টি দেখে নেওয়া যাক।

Subject CodeSubject NameDownload Link
111Bangla Download PDF
121English Download PDF
131Arabic Download PDF
141Persian Download PDF
151Sanskrit Download PDF
161Pali Download PDF
171Psychology Download PDF
181History Download PDF
191Islamic History & Culture Download PDF
201Islamic Studies Download PDF
211Philosophy Download PDF
221Education Download PDF
231Archaeology Download PDF
241Water Resources Engineering Download PDF
251Mining Engineering Download PDF
271Electronic Engineering Download PDF
311Geography Download PDF
321Mass Communication and Journalism Download PDF
331Economics Download PDF
341Political Science Download PDF
351Sociology Download PDF
361Social Welfare/Social Work Download PDF
371International Relations Download PDF
381Public Administration Download PDF
391Home Economics Download PDF
401Anthropology Download PDF
411Library and Information Science Download PDF
421Hadith Download PDF
431Tafseer Download PDF
441Drama and Music Download PDF
451Urdu Download PDF
455Graphics Download PDF
457Al-Fiqh Download PDF
461History of Music Download PDF
463Drawing and Painting Download PDF
469Fine Arts Download PDF
511Physics Download PDF
521Applied Physics Download PDF
531Chemistry Download PDF
541Applied Chemistry Download PDF
551Mathematics Download PDF
561Applied Mathematics Download PDF
571Geology Download PDF
581Botany Download PDF
591Zoology Download PDF
601Biochemistry Download PDF
611Pharmacy Download PDF
621Soil, Water and Environment Science Download PDF
631Nursery Download PDF
641Child Development And Social Relationship Download PDF
651Home Management And Housing Download PDF
661Food And Nutrition Download PDF
671Related Art Download PDF
681Clothing And Textile Download PDF
691Institutional Food Management Download PDF
701Accounting Download PDF
711Finance Download PDF
721Marketing Download PDF
731Management Download PDF
741Business Administration Download PDF
751Law Download PDF
761International Law Download PDF
771Medical Science Download PDF
791Dental Science Download PDF
801Agriculture Download PDF
811Agricultural Economics Download PDF
821Agricultural Engineering Download PDF
831Animal Husbandry Download PDF
841Veterinary Science Download PDF
851Fisheries Download PDF
861Marine Science Download PDF
871Forestry Download PDF
881Civil Engineering Download PDF
891Electrical Engineering Download PDF
901Mechanical Engineering Download PDF
911Chemical Engineering Download PDF
921Metallurgical Engineering Download PDF
931Architecture Download PDF
941Naval Architecture and Marine Engineering Download PDF
951Textile Technology Download PDF
961Leather Technology Download PDF
971Computer Science Download PDF
981Statistics Download PDF
991Urban Development Download PDF